ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

কর্পোরেট কর্নার

নুপামি বিডি লিমিটেড বাংলাদেশে নিয়ে এলো কুয়েলারস্টোন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৩
নুপামি বিডি লিমিটেড বাংলাদেশে নিয়ে এলো কুয়েলারস্টোন

ঢাকা: বাংলাদেশে প্রিমিয়াম স্প্যানিশ পণ্যের অন্যতম পরিবেশক নুপামি বিডি লিমিটেড সম্প্রতি বাংলাদেশে নিয়ে এলো কুয়েলারস্টোন। এ উপলক্ষে রাজধানীতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পেনের রাষ্ট্রদূত ফ্রান্সিসকো দে আসিস বেনিতেজ সালাস।  

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কুয়েলারস্টোনের দুই স্বত্বাধিকারী দিয়েগো মার্টিনেস ক্যানো এবং দিয়েগো মার্টিনেস ক্রুজ।  

এছাড়াও নুপামি বিডি লিমিটেডের প্রধান কর্মকর্তা আরিটজ ইজুরা, স্পেন-বাংলাদেশ চেম্বার অব কমার্সের প্রতিষ্ঠাতা, সাবেক প্রেসিডেন্ট নুরিয়া লোপেজ এবং নুপামি বিডি লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা সফল এ অনুষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।  
স্পেনের ক্যান্টোরিয়ায় (আলমেরিয়া) ১৯৫৮ সালে যাত্রা শুরু করে কুয়েলারস্টোন।  

প্রতিষ্ঠার পর থেকেই প্রতিষ্ঠানটি জাতীয় এবং আন্তর্জাতিকভাবে প্রসার লাভ করেছে। তারা আলমেরিয়ায় স্থানীয়ভাবে উৎপাদন এবং একইসঙ্গে প্রাকৃতিক পাথরের বিখ্যাত পরিবেশক হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করেছে।  

উৎপাদন প্রক্রিয়ার সব ধরণের সক্ষমতা রয়েছে কুয়েলারস্টোনের। বিশ্বব্যাপী যেকোনো খনি থেকে পাথর নির্বাচনের স্বাধীনতা প্রদান করে থাকে তারা।  

এছাড়াও প্রতিষ্ঠানটি নকশার রূপায়ণ, পাথর উৎপাদন, পরিবহন, এবং স্থাপনের প্রযুক্তিগত পরামর্শও দিয়ে থাকে।  

কুয়েলারস্টোন আন্তর্জাতিকভাবে পরিচিত স্থপতি এবং ডিজাইনারদের সঙ্গে যৌথভাবে আবাসিক, বাণিজ্যিক এবং বিভিন্ন স্থাপনা নিমার্ণে সহযোগিতা করেছে। এর মধ্যে রয়েছে- ফস্টার অ্যান্ড পার্টনারস, রাফায়েল দে লা হোজ, রন আরাদ, পিনিনফারিনা এবং সাওটা।  

৩০টিরও বেশি দেশজুড়ে বিস্তৃত রয়েছে প্রতিষ্ঠানটির নানান ব্যতিক্রমধর্মী প্রজেক্ট, যার জন্য তারা জাতীয় ও আন্তর্জাতিকভাবে প্রশংসা অর্জন করেছে। এসব প্রজেক্টগুলোর মধ্যে রয়েছে দুবাই এক্সপো ২০২০-এর ভিশন প্যাভিলিয়ন, লুই ভিটন এবং অ্যাপলের মতো মর্যাদাপূর্ণ ব্র্যান্ডের স্টোর ও মাদ্রিদের বিলাসবহুল ফোর-সিজনস হোটেল। বাংলাদেশে ধর্মীয় বিষয়ের তাৎপর্য বিবেচনায়, কুয়েলারস্টোন তার ব্যবসার প্রধান তিনটি শাখার মধ্যে একটি ধর্ম সংশ্লিষ্ট শিল্পের সঙ্গে জড়িত থাকতে পেরে গর্বিত। এসব ধর্মীয় অবকাঠামোগুলোর সৌন্দর্যবর্ধনে মার্বেলের কলাম, ঝাঁঝরি, ফুটপাথ, ফোয়ারা এবং অন্যান্য স্থাপত্য উপাদান সরবরাহে মাধ্যমে তাদের আলাদা বৈশিষ্ট্য প্রদান করে থাকে।

দেশে কুয়েলারস্টোনের এই যাত্রা নুপামি বাংলাদেশের জন্য একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে চিহ্নিত হচ্ছে। দীর্ঘদিন ধরেই দেশের বিখ্যাত স্থপতি এবং নির্মাণসংস্থার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে আসছে নুপামি।  

এছাড়াও বাংলাদেশের অগ্রসরমান বাজারকে এগিয়ে নিতে স্থাপত্যশিল্প ও নির্মাণশৈলির সঙ্গে নিয়মিতভাবে নিত্যনতুন অত্যাধুনিক উদ্ভাবন ও উপকরণের যোগাযোগ স্থাপনে সাহায্য করছে। নুপামির নতুন এ সংযোজন প্রমাণ করে যে, প্রতিষ্ঠানটি তার মূল্যবান ভোক্তাদের জন্য সেরা পণ্য সরবরাহে সব সময় প্রতিজ্ঞাবদ্ধ।

বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।