ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

কর্পোরেট কর্নার

কক্সবাজারে সোশ্যাল ইসলামী ব্যাংকের সুধি সমাবেশ

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৩
কক্সবাজারে সোশ্যাল ইসলামী ব্যাংকের সুধি সমাবেশ

ঢাকা: সম্প্রতি সোশ্যাল ইসলামী ব্যাংকের (এসআইবিএল) সুধি সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  

কক্সবাজারের স্থানীয় একটি হোটেলে এ সুধি সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

সভা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম।

এসআইবিএল চট্টগ্রাম অঞ্চলের প্রধান সৈয়দ মোহাম্মদ সোহেল এর সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের ব্রাঞ্চেস কন্ট্রোল ডিভিশনের প্রধান জয়নাল আবেদীনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।  

কক্সবাজার শাখার ব্যবস্থাপক সাইফুদ্দিন খালেদ সভায় স্বাগত বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম বলেন, সোশ্যাল ইসলামী ব্যাংক একটি গণমানুষের ব্যাংক। আমরা দেশের সব শ্রেণি-পেশার মানুষের কথা বিবেচনা করে ব্যাংকের সেবা দিচ্ছি। সম্প্রতি আমরা অনেকগুলো সেবাপণ্য তাদের সুবিধার কথা ভেবে চালু করেছি। এর মধ্যে উল্লেখযোগ্য হলো সিনিয়র সিটিজেন ও অবসরপ্রাপ্ত ব্যক্তিদের জন্য বিশেষ সঞ্চয়ী হিসাব। এর বিপরীতে আকর্ষণীয় মুনাফা দেওয়া হয়।

এছাড়াও সোশ্যাল ইসলামী ব্যাংক প্রবাসী বাংলাদেশি, হকার ও চালকদের জন্য নানা সুবিধা সম্বলিত সঞ্চয়ী হিসাব চালু করেছে উল্লেখ করে অ্যাকাউন্ট খোলার মাধ্যমে এসব সুবিধা গ্রহণের জন্য সবার প্রতি আহবান জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৩
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।