ঢাকা: বায়োস্কোপে সম্পূর্ণ বাংলা ডাবিংয়ে দেখা যাচ্ছে কোরিয়ান ড্রামা সিরিজ ‘মিস্টার কুইন’।
দেশের কোরিয়ান ড্রামা (কে-ড্রামা) সিরিজের ভক্তদের জন্য এবার বায়োস্কোপে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) মুক্তি পেয়েছে সম্পূর্ণ বাংলায় ডাবিংকৃত জনপ্রিয় কোরিয়ান ড্রামা সিরিজ ‘মিস্টার কুইন’।
সিরিজটির প্রথম পাঁচটি এপিসোড দর্শকরা সম্পূর্ণ বিনামূল্যে বায়োস্কোপে উপভোগ করতে পারবেন। এরপরের প্রতি পাঁচ এপিসোড দেখা যাবে মাত্র ২০ টাকায়। যেকোনো অপারেটর থেকেই দর্শকরা উপভোগ করতে পারবেন জনপ্রিয় কে-ড্রামা সিরিজটি।
টুইস্টে ভরা ভিন্নধর্মী গল্পের কারণে ‘মিস্টার কুইন’ বিশ্বব্যাপী সমাদৃত। ‘মিস্টার কুইন’-এর বাংলা ডাবিংয়ে কণ্ঠ দিয়েছেন দেশের তারকা অভিনেত্রী টয়া ও অভিনেতা সায়েদ জামান শাওন। দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম বায়োস্কোপে মুক্তি পাওয়া এ সিরিজটি নিয়ে উচ্ছ্বসিত দর্শকরা।
এর আগেও বায়োস্কোপে মুক্তি পায় বাংলা ডাবিংয়ে ‘টেইল অব দ্য নাইন টেইল’ ও ‘লেজেন্ড অব দ্য ব্লু সী’র মতো জনপ্রিয় সব কে-ড্রামা।
বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২৩
আরবি