ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

কর্পোরেট কর্নার

গোপালগঞ্জে ১৪শ জনের অধিক কৃষক ও নারীর ক্ষমতায়নে এবি ব্যাংক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫২ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২৩
গোপালগঞ্জে ১৪শ জনের অধিক কৃষক ও নারীর ক্ষমতায়নে এবি ব্যাংক

এবি ব্যাংক পিএলসি. মহান বিজয় দিবসের প্রাক্কালে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলায় ১২০০-এর অধিক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের নিজস্ব তত্ত্বাবধানে স্মার্ট কার্ডের মাধ্যমে কৃষি ঋণ বিতরণ করেছে। একই অনুষ্ঠানে নারীদের আর্থিকভাবে স্বাবলম্বীকরণের লক্ষ্যে ২০০ নারী উদ্যোক্তার মাঝে স্মার্ট কার্ডের মাধ্যমে সহজ ঋণ- “স্মরণে বঙ্গবন্ধু” প্রদান করা হয়।

গোপালগঞ্জের কোটালীপাড়ায় বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি (বাপার্ড)-তে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবি ব্যাংক পিএলসি.-এর প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজাল অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তাগণ।

 

বাংলাদেশ সময়: ১১৫১ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২৩

এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।