ঢাকা: শুরু হচ্ছে নতুন বছর, শুরু হয়ে যাবে স্কুলের নতুন বছরের ক্লাসও। সেই সঙ্গে বাচ্চাদের নতুন ক্লাসের জন্য প্রয়োজন হবে নতুন জুতাও।
বাচ্চাদের জন্য সঠিক মাপের স্কুলের জুতা বেছে নেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা, দৈনন্দিন জীবনে দিনের একটি বড় অংশ তারা এ জুতাটিই পরে থাকে। ভুল মাপের জুতা পরলে বাচ্চারা অস্বস্তি ও ক্লান্তি, চলাফেরা ও খেলাধুলায় অসুবিধা, ব্যালেন্স রাখতে না পারা এবং পড়ে গিয়ে আঘাত পাওয়ার ঝুঁকিসহ আরও বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়।
এ সমস্যার একটি সমাধান হিসেবে Apex-এর SchoolSmart নিয়ে এসেছে একটি ফুট মেজারমেন্ট টুল, যা বাচ্চাদের পায়ের সঠিক মাপ পরিমাপ করতে পারে। দেশ জুড়ে Apex-এর ৩০০টিরও বেশি স্টোরে নতুন এ মেজারমেন্ট টুলটি পাওয়া যাবে। এখন, বাবা-মায়েরা তাদের বাচ্চাদের নিয়ে কাছাকাছি যে-কোনো Apex স্টোরে গিয়েই জেনে নিতে পারবেন ওদের পায়ের সঠিক মাপ। এবং Apex-এর যে-কোনো স্টোর অথবা অনলাইনে apex4u.com-এ SchoolSmart-এর বিস্তর কালেকশন থেকে তারা বেছে নিতে পারবেন বাচ্চার জন্য সঠিক মাপের পছন্দসই সেরা জুতাটি।
SchoolSmart-এর বিপুল সংগ্রহের মধ্যে রয়েছে— সাদা ও কালো রঙের অপশনসহ ভেলক্রো স্নিকারস, লেস আপ স্নিকারস, ছেলে-মেয়ে উভয়ের জন্য ইউনিসেক্স স্নিকারস, মেয়েদের জন্য ব্ল্যাক শ্যু এবং ছেলেদের জন্য অক্সফোর্ড শ্যু ইত্যাদি। এ প্রতিটি জুতাতেই রয়েছে সফট লাইনিং, হালকা আউটসোল, স্লিপ রেজিস্ট্যান্ট আউটসোল এবং ফ্লেক্সিং টেকনোলজি যা বাচ্চাদের চলাফেরাকে সহজ এবং সর্বোচ্চ আরামদায়ক করে।
বাচ্চাদের পায়ের জন্য সঠিক মাপের সঠিক জুতা বেছে নিয়ে, ওদের সার্বিক সুস্বাস্থ্য নিশ্চিত করতেই Apex এ ফুট মেজারমেন্ট টুল-এর ব্যবস্থা করেছে। এটি স্কুলের জুতা কেনার ক্ষেত্রে অভিভাবক এবং বাচ্চাদের জন্য অত্যন্ত সুবিধাজনক হবে। তাই, এখন থেকে নতুন বছরে স্কুলের নতুন ক্লাস শুরু হবে সঠিক মাপের আরামদায়ক Apex SchoolSmart জুতার সঙ্গে।
বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২৩
আরআইএস