ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

কর্পোরেট কর্নার

ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়েছে কোমল পানীয় ব্র্যান্ড ‌‌‘মোজো’

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৯ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২৪
ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়েছে কোমল পানীয় ব্র্যান্ড ‌‌‘মোজো’

ঢাকা: বাংলাদেশের মানুষের একান্ত ভালোবাসা নিয়ে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড এর জনপ্রিয় ব্র্যান্ড ‘মোজো’ ফিলিস্তিনে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে।

চলমান ফিলিস্তিন যুদ্ধে প্রাণ গেছে হাজার হাজার সাধারণ নিরীহ ফিলিস্তিনিদের।

দিন দিন তাদের সংখ্যা বেড়েই চলেছে, ধ্বংস হয়ে গেছে রাস্তাঘাট, বাড়িঘরসহ বেশিভাগ স্থাপনা। দখলদার ইসরাইলের আগ্রাসনে শেষ আশ্রয়স্থান টুকু হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে লাখ লাখ নিরীহ শিশু, মহিলা ও সাধারণ ফিলিস্তিনিরা। চিকিৎসা, খাদ্য, বিদ্যুৎ, গ্যাস, পানি, সংযোগের অভাবে ভয়াবহ মানবিক বিপর্যয় পরিস্থিতিতে পড়েছে নির্যাতিত ফিলিস্তিনের সাধারণ মানুষ । মোজোর বিক্রয়কৃত প্রতিটি বোতল থেকে এক টাকা যাচ্ছে এ ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনিদের সহায়তায়।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২ জানুয়ারি) বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনি অ্যাম্বাসেডর এর হাতে ৫০ লাখ টাকার চেক তুলে দিয়েছেন আকিজ ভেঞ্চার গ্রুপের চেয়ারম্যান শেখ শামীম উদ্দিন।

এ সময় আরও উপস্থিত ছিলেন আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড এর ডিরেক্টর অপারেশন সৈয়দ জহুরুল আলম রুমন, চিফ মার্কেটিং অফিসার মাইদুল ইসলাম এবং মোজো ব্র্যান্ড ম্যানেজার আদনান শফিকসহ আরও ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আকিজ ভেঞ্চার গ্রুপের চেয়ারম্যান শেখ শামীম উদ্দিন মোজোর এ মহৎ উদ্যোগে দেশের মানুষের একাত্ত্বতা, সহযোগিতা ও ভালোবাসার প্রশংসা করেন এবং সেই সঙ্গে এ কাজে ভোক্তাদের অবদানের কথা উল্লেখ করেন। ভবিষ্যতেও মোজো এ ধরনের ভালো কাজে মানুষের পাশে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২৪
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।