ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

কর্পোরেট কর্নার

বার্জারের বিজ্ঞাপনচিত্রে ২৭ বছর পর ‘পড়ে না চোখের পলক’

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৪ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৪
বার্জারের বিজ্ঞাপনচিত্রে ২৭ বছর পর ‘পড়ে না চোখের পলক’

ঢাকা: সম্প্রতি বার্জার পেইন্টসের ওয়েদারকোট গ্লো প্রোডাক্টের নতুন বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন চিত্রনায়ক রিয়াজ আহমেদ। বিজ্ঞাপনটিতে রিয়াজের তুমুল জনপ্রিয় ‘পড়ে না চোখের পলক’ গানটিকে প্রায় ২৭ বছর পর নতুন আঙ্গিকে দর্শকদের সামনে তুলে ধরা হয়েছে।

পুরোনো এ হিট গানের মাধ্যমে বার্জার ওয়েদারকোট গ্লো ব্যবহারের কারণে বাড়ির বাইরের দেয়াল দেয় এমনই ঝলক, পড়ে না আর চোখের পলক- এটাই সৃজনশীলভাবে দেখানো হয়েছে।

এরই মধ্যে বিভিন্ন টিভি চ্যানেলসহ সোশ্যাল মিডিয়ায় দর্শকপ্রিয়তা অর্জন করেছে বিজ্ঞাপনটি। এর মাধ্যমে দীর্ঘদিন ধরে মূলধারার কাজে প্রধান চরিত্রে অনিয়মিত ঢালিউডের এক সময়ের রোমান্টিক হিরো রিয়াজকে আবারও পুরোনো রূপে ফিরে পেল তার ভক্তরা।  

বিজ্ঞাপনী সংস্থা মিডিয়াকম লিমিটেডের তত্ত্বাবধানে বিজ্ঞাপনটি নির্মাণ করেছে লাফিং এলিফেন্ট প্রোডাকশন্স।  

১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত দর্শকনন্দিত চলচ্চিত্র ‘প্রাণের চেয়ে প্রিয়’-এ কিংবদন্তি সংগীতশিল্পী এন্ড্রু কিশোরের কণ্ঠে ‘পড়েনা চোখের পলক’ গানটি ব্যবহৃত হয়।  

বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৪
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।