হঠাৎ করেই ফেসবুক টাইমলাইনে চোখে পড়েছিলো সোশ্যাল ইনফ্লুয়েন্সারদের অদ্ভুত সব পোস্ট- কী যেন তারা ভুলতে পারছেন না। ইন্টারনেট নেটিজেনদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো, সবাই জানতে আগ্রহী ছিলেন কী তারা ভুলতে পারছেন না, কেন তাদের টাইমলাইন জুড়ে ‘ভোলা যায় না।
রুচি বারবিকিউ চানাচুরের দারণ স্বাদ নিয়ে মজাদার ও হিউমার বেসড একটি কমার্শিয়াল লঞ্চ করেছে দেশের স্বনামধন্য FMCG ব্র্যান্ড, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। এখানে দেখা যায়, ভোলাগামী একটি বাস তার যাত্রা বন্ধ করে দেয় পথের মাঝে, কারণ বাসের ভেতর দুইজন ইয়াং ছেলে ব্যাগ থেকে রুচি বারবিকিউ চানাচুর খেয়ে নিয়েছে! তাতে কী সমস্যা? সমস্যা নেই। রুচি বারবিকিউ চানাচুরের স্বাদ যেহেতু ভোলা যায় না, তাই এই বাস তো ভোলা যাবে না! এমন শব্দের খেলার একটি মজাদার কনসেপ্ট নিয়ে কমার্শিয়ালটি তৈরি হয়েছে।
এই কমার্শিয়ালের প্রচারণার জন্যই সোশ্যাল ইনফ্লুয়েন্সাররা তাদের টাইমলাইনে করলেন মজার এক কাজ। একের পর এক তারা পোস্ট করলেন ‘ভোলা যায় না’ স্ট্যাটাস! নেটিজেনরা মনে করলো কী না কী তারা ভুলতে পারছেন না! অবশেষে জানা গেলো কী তারা ভুলতে পারছেন না, কী ভোলা যায় না। রুচি বারবিকিউ চানাচুরের স্বাদ- এটা ভোলা যায় না।
মজার এই রহস্য উদঘাটন হওয়ার পর বেশ মজাই পেয়েছেন ইন্টারনেট ব্যবহারকারীরা। এখন কি তারা দেখবেন নাকি, রুচি বারবিকিউ চানাচুরের এই স্বাদ কি আসলেই ভোলা যায় না?
বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২৪
এমএম