ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

কর্পোরেট কর্নার

বার্জার-আইডিএলসি ইনভেস্টমেন্টসের ইস্যু ম্যানেজমেন্ট চুক্তি সই

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২৪
বার্জার-আইডিএলসি ইনভেস্টমেন্টসের ইস্যু ম্যানেজমেন্ট চুক্তি সই

ঢাকা: বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড তাদের প্রস্তাবিত রাইট শেয়ার ইস্যু পরিকল্পনার জন্য আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেডের সঙ্গে একটি ইস্যু ম্যানেজমেন্ট চুক্তি সই করেছে।  

সোমবার (৫ ফেব্রুয়ারি) এ চুক্তি সই হয়।

বার্জার প্রতিটি সাধারণ শেয়ার ১ হাজার ৩৭৬ টাকা ইস্যু মূল্যে ২,৭২৮,১১১ টি সাধারণ শেয়ার ইস্যু করে ৩.৭৫ বিলিয়ন টাকা সংগ্রহ করতে চায়।

রাইটস ইস্যু থেকে প্রাপ্ত অর্থ বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে বার্জার এর তৃতীয় কারখানা স্থাপনের জন্য ব্যবহার করা হবে। প্রকল্পটি এপ্রিল ২০২৬ থেকে বাণিজ্যিক
কার্যক্রম শুরু করবে বলে আশা করা হচ্ছে এবং এর জন্য প্রায় ৮.১৩ বিলিয়ন টাকা খরচ হবে।

বার্জার পেইন্টসের এমডি রূপালী হক চৌধুরী এবং আইডিএলসি ইনভেস্টমেন্টসের এমডি রেজা উদ্দিন আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।  

চুক্তি সই অনুষ্ঠানে আইডিএলসি ফাইন্যান্স পিএলসি-এর এমডি অ্যান্ড সিইও এম জামাল উদ্দিন, বার্জার এর সিএফও অ্যান্ড ডিরেক্টর সাজ্জাদ রহিম চৌধুরী, বার্জার এর চিফ অপারেটিং অফিসার মো. মহসিন হাবিব চৌধুরী এবং উভয় কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০৮৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২৪
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।