ঢাকা: দেশের বিতর্কপ্রেমী শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়ে গেল দুই দিনব্যাপী ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের (এনডিএফ বিডি) ১৬তম জাতীয় বিতর্ক কার্নিভ্যাল-২০২৪।
শনিবার (০২ মার্চ) শিশু একাডেমিতে বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে পর্দা নামে সারা দেশের বিতার্কিকদের এই মিলনমেলার।
এসো উদয়ের পথে, যুক্তি কথার সমীরণে প্রতিপাদ্যকে হৃদয়ে ধারণ করে ঘরে ফিরে কার্নিভালে আগত বিতার্কিকরা।
এরআগে, কার্নিভ্যালের দ্বিতীয় দিনের শুরুতে সারা দেশ থেকে আগত এনডিএফ বিডির নিবেদিতপ্রাণ সংগঠকদের মধ্যে এনডিএফ বিডি ইয়ুথ অর্গানাইজার অ্যাওয়ার্ড গিভিং সিরোমনি ২০২৪ পর্ব অনুষ্ঠিত হয়। এতে এনডিএফ বিডি তাদের সংগঠনের সংগঠকদের তিনটি ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড দেয়। বিকেলে সমাপনী অনুষ্ঠানে তাদের হাতে তুলে দেওয়া হয় অ্যাওয়ার্ড ও সার্টিফিকেট।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শিখর দে, আদমজী ক্যান্টনমেন্ট কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল আল ফারুক সিদ্দিকী এবং এই আয়োজনের কো-পার্টনার সোলস্-এর প্রকিউরমেন্ট অ্যান্ড প্রোডাকশন ডিরেক্টর কার্ড্রিক লিনোয়র। এতে সভাপতিত্বে করেন এনডিএফ বিডির চেয়ারম্যান একেএম শোয়েব।
অ্যাওয়ার্ড পেলেন যারা:
আইকন অব ইয়ুথ অ্যাওয়ার্ড পেয়েছেন সাতজন। তারা হলেন লুভনা আক্তার, রিজভী আহমেদ, ওয়ালিদ হাশমি হোসাইন, তুষার ধর, মাশরিক খান মাহিন, মো. রিপন আলী, তারেক চন্দ্র মণ্ডল।
ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড পেয়েছেন ২৮ জন। তারা হলেন মো. তানজিম বিন বারী, উম্মে তামান্না, কামরুল হাসান শাকিল, রায়হান হাসান শান্ত, নোয়ার পাপিয়া, নিশাত পান্ডে, মো. সাজেদুল ইসলাম, মাহবুবুর রহমান, হাবিবা নাওয়ার আঁখি, ফারুক আহমেদ শুভ, বিলকিস বারী, আয়েশা সিদ্দিকা যত্ন, আসিফুল হুদা চৌধুরী, আনিশা ইসলাম, আমিন উল্লাহ ফাহাদ, সাহনিম সাইফ রোহান, জয় লালা, আরিফ বিল্লাহ, মেহেদী হাসান শিশির, সুমাইয়া ইসলাম, মো. মুস্তাফিজুর রহমান, মো. শহিদুল ইসলাম, তারিকুল ইসলাম, মো. ওমর ফারুক, রাগিব হাসান, ফেরদৌস রহমান খান, অভিষেক বৈদা, সৌমেন চৌধুরী।
এছাড়া বেস্ট অর্গানাইজার অ্যাওয়ার্ড পেয়েছেন ৬০ জন।
বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন যারা:
এশিয়ান পার্লামেন্টারি ডিবেট: কলেজ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা এবং রানারআপ হয়েছে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ।
স্কুল ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং রানারআপ হয়েছে নওগাঁ জিলা স্কুল।
ইংলিশ পাবলিক স্পিকিং কম্পিটিশনে অ্যাওয়ার্ড পেয়েছেন এনাম মেডিকেল কলেজের সমীক্ষা অধিকারী, শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস স্কুল অ্যান্ড কলেজের তাসনিম ইমাম নাবা, বারিধারা স্কলার আন্তর্জাতিক স্কুল অ্যান্ড কলেজের জাওয়াতা আফনান জেনিথ, BPATC স্কুল অ্যান্ড কলেজের সাহারিয়া মুফতি, মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অজরা ইসলাম ওহি।
বাংলা বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতায় অ্যাওয়ার্ড পেয়েছেন শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের মারজুননাহার মালিহা, নর্দান ইউনিভার্সিটির ফারিয়া জাহান চৈতি, মাগুরা আদর্শ বিতর্ক সংঘের জান্নাতুল ফেরদৌস প্রজ্ঞা, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের খাদিমুল সরদার, মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের মায়েশা মাজেদ।
কুইজ কম্পিটিশনে অ্যাওয়ার্ড পেয়েছেন সৈয়দপুরের ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের মোসা. মুশফিকা মোমো, খুলনা মেডিকেল কলেজের শাহরিয়া জামান সিফাত, মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের মো. ফেরদৌস হোসাইন, মাগুরা আইডিয়াল ডিবেটিং সোসাইটির আদ্রো দে, বগুরা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের রাদ শাহামাত আল রাফি।
সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে অ্যাওয়ার্ড পেয়েছে: আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ময়নামতি ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ, কুমিল্লা, শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজ, সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, এনাম মেডিকেল কলেজ, জান্নাতুল বানাত মহিলা আলিম মাদ্রাসা, নর্দান ইউনিভার্সিটি, সরকারী বিএম কলেজ, বরিশাল।
দেশ সেরা অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন: সাভারের সেনা পাবলিক স্কুল ও কলেজের অধ্যক্ষ লে. কর্নেল নেওয়াজ খুরশীদ আহমেদ।
এরআগে, শুক্রবার (০১ মার্চ) উদ্বোধনী অনুষ্ঠানে এনডিএফ বিডি লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ২০২৪ দেওয়া হয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান ড. মো. সবুর খানকে।
বাংলাদেশ সময়: ০১০৫ ঘণ্টা, মার্চ ০৫, ২০২৪
এসসি/এসআইএ