ঢাকা: বাংলাদেশের প্রথম স্যোশাল কমিউন যাত্রা শুরু করেছে সিলেট মহানগর থেকে। মঙ্গলবার (৫ মার্চ) সিলেট মহানগরের তেমুখীতে তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি, গ্রাসরুটসের উদ্যোগে এ কমিউনের উদ্বোধন করা হয়।
মূলত দুস্থ নারীদের প্রশিক্ষণ দেওয়া, প্রশিক্ষণ শেষে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা এবং ছোট ছোট উদ্যোগ গড়ে তোলাই হচ্ছে এ কমিউনের উদ্দেশ্য। তাছাড়া এ কমিউন গরিব রোগীদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়ার পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বিষয় নিয়েও কাজ করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রাসরুটসের প্রধান নির্বাহী কর্মকর্তা হিমাংশু মিত্র।
গ্রাসরুটস মেডিকেল সার্ভিসেস এই স্যোশাল কমিউনে স্বাস্থ্যসেবা দেবে।
পরিচালক ডা. সাবৃনা আহমেদ জানান আগামী কয়েকদিনের মধ্যেই তারা স্বাস্থ্যসেবা শুরু করবেন এবং ধীরে ধীরে তা দেশের বিভিন্ন অঞ্চলে বিস্তৃত করা হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গ্রাসরুটস কেন্দ্রীয় কমিটির জাতীয় সমন্বয়করী অনিতা দাস গুপ্ত, জেলা সাংগঠনিক সম্পাদক ফাতেমা সুলতানা, সিলেট মহানগরের সভাপতি জহুরা আক্তার, সম্পাদক নাফিসা শবনম, সেলিনা আক্তার, সেলিনা বেগম, সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, মার্চ ০৫, ২০২৪
এএটি