ঢাকা: তরুণ প্রজন্মসহ সবাইকে ডিজিটাল লেনদেনে সচেতন, উৎসাহিত ও অভ্যস্ত করতে দেশের বৃহত্তম মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশের ব্র্যান্ড এনডোর্সার হয়েছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল বিদ্যা সিনহা সাহা মীম।
বৃহস্পতিবার (২১ মার্চ) বিকাশের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে ব্র্যান্ড এনডোর্সার হিসেবে চুক্তি স্বাক্ষর করেন জনপ্রিয় এ তারকা।
এ সময় উপস্থিত ছিলেন- বিকাশের চিফ মার্কেটিং অফিসার মীর নওবত আলী, ইভিপি ও হেড অব সাপ্লাই চেইন অ্যান্ড প্রকিউরমেন্ট মোহাম্মাদ রাশেদুল আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সময়ের অন্যতম জনপ্রিয় মীম তার অসাধারণ অভিনয় প্রতিভা ও ব্যক্তি-ইমেজের মাধ্যমে সব ধরনের দর্শকের বিশেষ করে তরুণদের কাছে আইকন হয়ে উঠেছেন। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ভারত-বাংলাদেশ চলচ্চিত্র পুরস্কারসহ আরও অনেক সম্মাননা। ব্র্যান্ড এনডোর্সার হিসেবে সাধারণ মানুষের কাছে বিকাশের সেবাগুলো সম্পর্কে সচেতনতা বাড়ানো ও প্রতিষ্ঠানটির মূল্যবোধের প্রসারে নানা ধরনের প্রচারণামূলক কার্যক্রমে অংশ নেবেন তিনি।
বিকাশের সঙ্গে যুক্ত হওয়া প্রসঙ্গে মীম বলেন, ক্যাশলেস হয়ে ওঠার দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। নানা ধরনের ক্যাশলেশ লেনদেন সেবা দিয়ে বিকাশ এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এখন সারাদিনের সব ধরনের লেনদেনই মানুষ বিকাশ ব্যবহার করে করতে পারছেন। দেশের মানুষকে আরও বেশি ডিজিটাল লেনদেনে উৎসাহিত করতেই বিকাশ পরিবারে আমার যুক্ত হওয়া। বাংলাদেশকে ক্যাশলেস করার এ বিরাট কাজে যুক্ত থাকার সুযোগ পেয়ে আমার খুব ভালো লাগছে।
বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, মার্চ ২২, ২০২৪
আরবি