ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

কর্পোরেট কর্নার

এতিমখানায় পণ্য বিতরণ করল বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেড

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৮ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৪
এতিমখানায় পণ্য বিতরণ করল বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেড

ঢাকা: পবিত্র মাহে রমজানের মাহাত্ন্য, সৌহার্দ্য ও সম্প্রীতি ছড়িয়ে দেওয়ার উদ্দ্যেশ্যে বিভিন্ন এতিমখানায় পণ্য বিতরণ করছে বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেড।  

এরই ধারাবাহিকতায় বুধবার (২৭ মার্চ), মিরপুর ছয় নম্বর সেকশনের মাদরাসায়ে দারুল উলূম ও ইয়াতিমখানা এবং মিরপুর ১৪ নম্বর সেকশনের জামেউল উলুম মাদরাসায় বাংলাদেশ এডিবল অয়েলের পক্ষ থেকে ভোজ্য তেল এবং চাল বিতরণ করা হয়।

 

এতিমখানা ও মাদরাসা কর্তৃপক্ষ বাংলাদেশ এডিবল অয়েলের দেওয়া পণ্যসামগ্রী পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।  

এই অনুষ্ঠানে বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেডের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৪
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।