ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

কর্পোরেট কর্নার

সাজাপ্রাপ্ত পলাতক আসামি বাশার মোল্লাকে ধরিয়ে দিন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৮ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২৪
সাজাপ্রাপ্ত পলাতক আসামি বাশার মোল্লাকে ধরিয়ে দিন আবুল বাশার মোল্লা

মিনিস্টার গ্রুপের নড়াইল শো-রুমের ম্যানেজার থাকা অবস্থায় বিপুল পরিমাণ টাকা আত্মসাতের দায়ে সাজাপ্রাপ্ত আসামি মো. আবুল বাশার মোল্লা দীর্ঘদিন ধরে পলাতক রয়েছেন। তিনি নড়াইলের লোহাগড়া থানার ধোপাখোলা গ্রামের মো. আতিয়ার রহমান মোল্লার ছেলে।

অর্থ আত্মসাতের অভিযোগে নড়াইলের লোহাগড়া থানায় তার বিরুদ্ধে মামলা হয়। মামলা নং-১৮ (২) ২৩।

নড়াইলের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালত গত ৬ মার্চ তাকে ওই মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।  

তাকে যেকোনো স্থানে দেখা গেলেই দ্রুতই নিকটস্থ থানা অথবা ০১৪০৪৪৩৪০৬০/০১৪০৪৪৩৪০৮০ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

(বিজ্ঞপ্তি)

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।