ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

কর্পোরেট কর্নার

নতুন টিভিসি নিয়ে এলো সানসিল্ক

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, মে ১২, ২০২৪
নতুন টিভিসি নিয়ে এলো সানসিল্ক

দেশের সবচেয়ে প্রিয় হেয়ার কেয়ার ব্র্যান্ড তাদের শ্রেষ্ঠত্বের নতুন খবর ছড়িয়ে দিতে একটি নতুন টিভিসিও চালু করেছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ১৯৮২ সাল থেকে সানসিল্ক নারীদের চুলের যত্নের রুটিনে সবচেয়ে নির্ভরযোগ্য সঙ্গী, যা বাংলাদেশি নারীদের শ্যাম্পু ব্যবহারে অভ্যস্ত করে তুলেছে। প্রতিষ্ঠার পর থেকে সানসিল্ক নিজেকে ক্রমাগত উন্নত করার পাশাপাশি শাইনি কালো চুলের জন্য নারীদের অনুপ্রাণিত করে চলছে।

বাংলাদেশি ভোক্তাদের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে, এবার সানসিল্ক আরও উন্নত উপাদানে সমৃদ্ধ এবং আরও প্রিমিয়াম প্যাকে নিজেকে উপস্থাপন করেছে। এই পণ্যটি নজরকাড়া শাইনি কালো চুলের ‘নাম্বার ওয়ান’ চয়েস হতে প্রতিশ্রুতিবদ্ধ।

ভোক্তাদের অভিজ্ঞতার জন্য নতুন পণ্যটি দেশব্যাপী পাওয়া যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, মে ১২, ২০২৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।