ঢাকা, বুধবার, ১৪ কার্তিক ১৪৩১, ৩০ অক্টোবর ২০২৪, ২৬ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশ-ভারত সিরিজ

ম্যাচের একদিন আগে মিলবে টিকিট, থাকবে না অনলাইনে

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২২
ম্যাচের একদিন আগে মিলবে টিকিট, থাকবে না অনলাইনে

৪ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ভারত-বাংলাদেশ সিরিজ। বিশ্বকাপ ফুটবলের মাঝেও এই সিরিজটি নিয়ে মানুষের আগ্রহের কমতি থাকার কথা নয়।

প্রতিবেশী দেশটির সঙ্গে ক্রিকেট লড়াইয়ে প্রতিদ্বন্দ্বীতা থাকে তুঙ্গে। দর্শকদেরও সিরিজটি দেখতে থাকার কথা মাঠে।  

কিন্তু তিনদিন বাদে সিরিজ শুরু হলেও এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি কোথায়, কবে টিকিট পাওয়া যাবে। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন অবশ্য জানালেন, ম্যাচ শুরুর একদিন আগে পাওয়া যাবে টিকিট। এই সিরিজে টিকিট নিয়ে দর্শকদের মধ্যে তুমুল আগ্রহ কাজ করছে বলে মনে করেন তিনিও।  

টিকিট নিয়ে তারা ‘হিমশিম’ খাচ্ছেন বলে জানান বিসিবি সভাপতি। যদিও দর্শকদের জন্য স্বস্তির খবর খুব একটা নেই। ভারতের বিপক্ষে সিরিজ অনলাইনে পাওয়া যাবে না। নির্ধারিত বুথ থেকেই টিকিট কিনতে হবে তাদের।  

মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৪ ডিসেম্বর প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে সিরিজ। এরপর ৭ তারিখ একই মাঠে হবে দ্বিতীয় ওয়ানডে। একদিনের সিরিজের শেষটি ও টেস্ট সিরিজের প্রথম ম্যাচ হবে চট্টগ্রামে। শেষ টেস্ট খেলতে আবারও ঢাকায় ফিরবে দুই দল।  

বাংলাদেশ সময় : ০৪২৩ ঘণ্টা, ১ ডিসেম্বর, ২০২২
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।