ঢাকা, বুধবার, ১৪ কার্তিক ১৪৩১, ৩০ অক্টোবর ২০২৪, ২৬ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

সবচেয়ে বেশি ওয়ানডে হেরে লজ্জার রেকর্ড ভারতের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৬ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২২
সবচেয়ে বেশি ওয়ানডে হেরে লজ্জার রেকর্ড ভারতের ছবি: শোয়েব মিথুন

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশ জিতেছে ১ উইকেটে। ভারতের বিপক্ষে দ্বিতীয় ম্যাচটিও ৫ রানে জিতে সিরিজ নিজেদের করে নেয় স্বাগতিকরা।

এই নিয়ে টানা দুই ওয়ানডে সিরিজে বাংলাদেশের কাছে হেরেছে ভারত।  

এই হারে লজ্জার রেকর্ডও গড়েছে বিরাট কোহলি-রোহিত শর্মারা। ওয়ানডে ম্যাচে সবচেয়ে বেশি হারের রেকর্ড এখন তাদের। এই পর্যন্ত ১০১৯ ম্যাচ খেলে ৪৩৬টিতে হেরে সবার শীর্ষে রয়েছে রোহিত শর্মার দল। তালিকায় দুইয়ে থাকা শ্রীলঙ্কানরা ৮৭৮ ম্যাচ খেলে হেরেছে ৪৩৫ ম্যাচ। ৯৪৫ ম্যাচে ৪১৮ হার নিয়ে তিনে আছে পাকিস্তান। চারে থাকা ওয়েস্ট ইন্ডিজ ৮৫২ ম্যাচ খেলে হেরেছে ৪০২ ম্যাচ।  

বুধবার মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে মেহেদি হাসান মিরাজের শতক ও মাহমুদউল্লাহর ৭৭ রানের দারুণ ইনিংসে ভারতের সামনে ২৭২ রানের লক্ষ্য দেয় বাংলাদেশ। জবাব দিতে নেমে ম্যাচ শেষ পর্যন্ত নিয়ে যান রোহিত শর্মা। তার ২৮ বলে ৫১ রানের ক্যামিও চাপিয়ে জয় নিজেদের করে নেয় সফরকারীরা।

বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।