ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

জ্যোতির দিনে ইতিহাসের পাতায় নাম উঠলো ফারজানারও

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২৪
জ্যোতির দিনে ইতিহাসের পাতায় নাম উঠলো ফারজানারও দ্বিতীয় বাংলাদেশি ব্যাটার হিসেবে নারীদের প্রথম শ্রেণির ক্রিকেটে সেঞ্চুরি করেছেন ফারজানা/ছবি: বিসিবি

একদিনে দুই সেঞ্চুরি দেখলো বাংলাদেশের মেয়েদের প্রথম শ্রেণির ক্রিকেট। প্রথমটি আসে নিগার সুলতানা জ্যোতির হাত ধরে।

দীর্ঘ পরিসরের ক্রিকেটে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান এখন তিনি। দ্বিতীয়টির মালিক ফারজানা হক।

রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে আজ মধ্যাঞ্চলের হয়ে উত্তরাঞ্চলের বিপক্ষে প্রথম ইনিংসে সেঞ্চুরির ইতিহাস গড়েন জাতীয় দলের অধিনায়ক জ্যোতি। ১৫৩ রানে অপরাজিত থাকেন তিনি। এক কয়েক ঘণ্টা পরেই উত্তরাঞ্চলের ফারজানা দ্বিতীয় ইনিংসে অপরাজিত ১০২ রানের ইনিংস খেলেন এবং জায়গা করে নেন জ্যোতির পাশে।

নিজেদের প্রথম ইনিংসে ৮৬ রান করে আউট হন ফারজানা। অর্থাৎ মাত্র ১৪ রানের জন্য দেশের প্রথম ব্যাটার হিসেবে সেঞ্চুরির ইতিহাস গড়ার সুযোগ হাতছাড়া হয় তার। তবে দ্বিতীয় ইনিংসে দ্বিতীয় ব্যাটার হিসেবে নাম লেখান সেঞ্চুরিয়ানদের কাতারে।  

এর আগেও এমন পারফরম্যান্স দেখিয়েছিলেন জ্যোতি ও ফারজানা। ২০১৯ সালের ৫ ডিসেম্বর নেপালের পোখরায় এসএ গেমস নারী ক্রিকেটে মালদ্বীপের বিপক্ষে সেঞ্চুরি করেন জ্যোতি। যেটি আবার নারীদের আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের কোনো ব্যাটারের প্রথম সেঞ্চুরি। সেদিন এর কিছুক্ষণ পরেই দ্বিতীয় সেঞ্চুরিটি আসে ফারজানার হাত ধরে।

এদিকে মেয়েদের প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম জয়টি এসেছে দক্ষিণাঞ্চলের হাত ধরে। রাজশাহীর বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমি মাঠে পূর্বাঞ্চলকে ১০ উইকেটে হারায় তারা। ম্যাচ সেরা হন দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট ও একমাত্র ইনিংসে ৭০ রান করা রাবেয়া।

বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।