ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

আমার স্ত্রী বলেছিল মিরাজ আজকেও ভালো খেলবে : পাপন

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৩ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২২
আমার স্ত্রী বলেছিল মিরাজ আজকেও ভালো খেলবে : পাপন

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে শেষ উইকেট জুটিতে ৫১ রানের অবিশ্বাস্য জুটি গড়ে দলকে জেতান মেহেদী হাসান মিরাজ ও মোস্তাফিজুর রহমান।

দ্বিতীয় ম্যাচেও বেশ বিপদেই পড়ে গিয়েছিল বাংলাদেশ। ৬৯ রানে হারিয়ে ফেলেছিল ৬ উইকেট।  

এরপর মাহমুদউল্লাহ রিয়াদকে সঙ্গে নিয়ে দলকে বাঁচান মেহেদী হাসান মিরাজ। ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরির দেখাও পেয়ে যান মিরাজ। ম্যাচশেষে এই সিরিজ নিয়ে নিজের প্রতিক্রিয়া জানান বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপন। এদিন স্ত্রীকে সঙ্গে নিয়ে খেলা দেখেছেন তিনি।  

ম্যাচশেষে বিসিবি সভাপতি বলেছেন, ‘আমার ধারণা ছিল আমরা মিরপুরে অন্তত একটা ম্যাচ জিতবো। এই ব্যাপারে আমার মনের মধ্যে একটা বিশ্বাস ছিল। তবে খেলা যেভাবে চলেছে তাতে করে সত্যিই খুবই আশ্চর্য হয়েছি। দুটো খেলাতেই আপনারা যদি দেখেন মিরাজ, যেটা (যাকে) আমরা ধরি নাই। মিরাজকে তো প্রথম ম্যাচে আমরা ধরিই নাই। প্রথমটায় হয়েছে, আজকে আমার স্ত্রী বলছিল আজকেও মিরাজ ভালো খেলবে। আমি বলছি, আরে পরপর দুদিন কীভাবে হবে। একদিন করে ফেলল রোজ (প্রতিদিন) তো হয় না। তো আজকেও করলো। ’

‘একটা অসাধারণ ইনিংস খেলেছে, এমনকি নাসুম এসে যে ব্যাটিংটা করেছে এই সময়টায়। সাকিব ভালো পারফর্ম করেছে দুই ম্যাচেই, এমনকি মুস্তাফিজের বোলিং, এবাদত আসলে এতজনের অবদান কী বলবো। ফিল্ডিং খুব ভালো ছিল। শেষ দিকের দুইটা ক্যাচ ছাড়া বিশ্বকাপ থেকে আমরা দেখে আসছি ফিল্ডিংটা ভালোই হচ্ছিলো। ’

‘এই দুইটা ছাড়া সবকিছু ভালোই হয়েছে। তবে এই ধরনের জয়েই নাকি বেশি মজা। কিন্তু যেটা বললাম এটা সহ্য করা খুবই কঠিন। প্রতিটি ম্যাচেই যদি এরকম করে হয় টেনশনে থাকতে হয় তাহলে অন্তত কঠিন। ’

তামিম ইকবালের ইনজুরিতে অধিনায়কত্ব করা লিটন দাসকে নিয়ে পাপন বলেছেন, ‘লিটনের অধিনায়কত্ব খুব ভালো ছিল। খুবই ভালো অধিনায়কত্ব করেছে। সবচেয়ে বড় কথা হচ্ছে ভারত আমাদের এই উপমহাদেশেরই না তারা অন্যতম সেরা দল এবং এখনও তারা বিশ্বকাপ র‌্যাঙ্কিংয়ে এক নম্বরে আছে। এই দলের সঙ্গে এর আগেরবার যখন এসেছিল সিরিজ জিতেছিলাম, পরপর দুবার একটা দেশে গিয়ে সিরিজ হারা (এটা বাদ যাবে মেবি, সে বলতে গিয়ে বাদ দিছে) বা সিরিজ জেতা ওই দেশের জন্য একটা বিরাট ব্যাপার। ’

বাংলাদেশ সময় : ২২১২ ঘণ্টা, ৭ ডিসেম্বর, ২০২২
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।