ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশের ব্যাটারদের আউট করা ‘সহজ নয়’

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২২
বাংলাদেশের ব্যাটারদের আউট করা ‘সহজ নয়’

প্রথম ঘণ্টায় কোনো উইকেট হারায়নি বাংলাদেশ। পরে ৫ উইকেট হারিয়ে ২১৩ রানও করে ফেলেছিল।

এরপর ১৪ রানে ৫ ব্যাটার বিদায় নিলে অলআউট হতে হয় ২২৭ রানে। ১৫ ওভারে ২৫ রান দিয়ে ৪ উইকেট নেন উমেশ যাদব।

ভারতীয় এই পেসার দিনের শেষে আসেন সংবাদ সম্মেলনে। বাংলাদেশের ব্যাটারদের আউট করতে ‘লেংথ বল ও তাদের ভিন্ন কিছুর’ অপেক্ষা ছিল বলে জানান তিনি। এমন সহজ পরিকল্পনাতেই নাকি সাজঘরে ফেরানো গেছে তাদের। উমেশ যাদবের কাছে এরপর প্রশ্ন, বাংলাদেশের ব্যাটারদের তাহলে কি আউট করা সহজ?

জবাবে তিনি বলেছেন, ‘কোনো ব্যাটিং লাইন-আপই সহজ না। আমার মনে হয় না টেস্ট এমন।  আপনাকে পিষে ফেলতে হবে।  এই খেলাটা ধৈর্যের। আপনি শুধু এসেই মারতে শুরু করে সেঞ্চুরি পাবেন না। এখানে প্রশ্ন হচ্ছে কার বেশি ধৈর্য আছে আর সে-ই ফল পাবে। ’

বাংলাদেশের ব্যাটারদের আউট করা নিয়ে এর আগে উমেশ বলেছেন, ‘পরিকল্পনা ছিল লেংথ বলা করা কিন্তু উইকেটটা টিকে ছিল। কিন্তু উনাদকাট জানে এই উইকেটে কীভাবে বল করতে হয়। সে ভারতের এমন উইকেটে লম্বা সময় বল করেছে। আমরা কেবল টাইট বল করেছি আর অপেক্ষা ছিল কখন ব্যাটার ভিন্ন কিছু করে। ’

৩০০ রানের আগে বাংলাদেশকে অলআউট করতে পেরেও খুশি উমেশ, ‘তাদের ২২১ (আসলে ২২৭) রানে আউট করতে পারা ভালো পারফরম্যান্স। যদি দেখেন এখন উইকেট কেমন আচরণ করছে, কিছু বল টার্ন করছে। যখন তারা সেট হয়ে গেছে আর মুমিনুল যেভাবে খেলছে, ওভারে তিনের বেশি করে রান করছিল তখন; এটা কঠিন। তাই আমার মনে হয় তিনশর আগে আটকানো ভালো পারফরম্যান্স। ’

বাংলাদেশ সময় : ২০৩০ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২২
এমএইচবি/এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।