ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিপিএল দিয়ে টি-টোয়েন্টি দলের ঘাটতি পূরণে চোখ বিসিবির

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২২
বিপিএল দিয়ে টি-টোয়েন্টি দলের ঘাটতি পূরণে চোখ বিসিবির

দিন দশেক পরই বসছে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। টি-টোয়েন্টিতে সবসময়ই বাংলাদেশ দলকে ভুগতে হয়।

এই ফরম্যাটের পরবর্তী বিশ্বকাপ ২০২৪ সাল। ওই টুর্নামেন্টের জন্য আসন্ন বিপিএল থেকেই ক্রিকেটার খোঁজায় চোখ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)।

৬ জানুয়ারি মাঠে গড়াবে বিপিএলের এবার আসর। এই টুর্নামেন্ট থেকে ক্রিকেটার না তোলার অভিযোগ পুরোনো। তবে এবার টি-টোয়েন্টিতে জাতীয় দলের ঘাটতির জায়গাগুলোকে পূরণ করতে চায় বিসিবি, তেমনই জানালেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।  

মঙ্গলবার মিরপুরে সাংবাদিকদের তিনি বলেছেন, ‘টি-টোয়েন্টি ফরম্যাটে আমরা অনেক পিছিয়ে আছি, এটাকে যথেষ্ট গুরুত্ব দেই। কারণ ঘরোয়াতে বিপিএল ছাড়া টি-টোয়েন্টি..এবার প্রথম শ্রেণিতে হচ্ছে, প্রিমিয়ার ডিভিশনে হলে এটা অনেক প্লাস পয়েন্ট । সে হিসেবে আমি মনে করি খুব খুব গুরুত্বপূর্ণ, কারণ ২০২৪ বিশ্বকাপের দলের জন্য। ’

‘তারপরও আমি বলবো, যারা সুযোগ পাবে..তাদের নিজেদের। অনেকগুলো আন্তর্জাতিক ক্রিকেটার যুক্ত থাকে, তাদের জন্য এটা চ্যালেঞ্জিং ব্যাপার। আমি আশা করি এই বিপিএল থেকে হয়তো আউটস্ট্যান্ডিং পারফরমার খুঁজে পাবো। ’

আসন্ন বিপিএলে নিজেদের লক্ষ্য জানিয়ে নান্নু বলেন, ‘কিছু কিছু পরিকল্পনা থাকে, আগাম বলাটা মুশকিল হয়ে যায়। এটা নিজেদের মধ্যে রাখতে হয়। তারপর বিপিএল থেকেই কিন্তু ২০২৪ এর যে লক্ষ্য নিয়ে আমরা এগোচ্ছি। এটা নিয়ে কাজ করা শুরু হবে। এই বিপিএল খুব খুব গুরুত্বপূর্ণ, কিছু প্লেয়ার থেকে আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স বের করা। কিছু কিছু জায়গায় যেখানে দলে ঘাটতি আছে, ওখানের ক্রিকেটাররা কেমন করছে এটাও দেখার বিষয়। এদের নিয়ে ওই জায়গাগুলোতে কাজ করা। ’

বাংলাদেশ সময় : ১৬৫৪ ঘণ্টা, ২৭ ডিসেম্বর, ২০২২
এমএইচবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।