ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

মেয়েদের খেলতে যেতে না পারা নিয়ে সালাউদ্দিনকে তোপ পাপনের

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২৩
মেয়েদের খেলতে যেতে না পারা নিয়ে সালাউদ্দিনকে তোপ পাপনের ছবি: শোয়েব মিথুন

টাকার জন্য অলিম্পিক বাছাইপর্ব খেলতে যেতে পারেনি বাংলাদেশ নারী ফুটবল দল। এ নিয়ে সংবাদ সম্মেলনে ব্যাখ্যাও দেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।

সেখানে তিনি খোঁচা দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনকে। খেলোয়াড়ি ব্যাকগ্রাউন্ড না থাকার প্রসঙ্গ টানেন।  

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফোনের কথা সবাইকে জানানোর কারণেও পাপনকে খোঁচা দেন বাফুফে সভাপতি। শুক্রবার এসবের জবাব জানতে চাওয়া হয় বিসিবি সভাপতির কাছে। জবাবে পাপন বলেছেন, তাদের নিয়ে কথা বলার ইচ্ছে নেই তার। প্রধানমন্ত্রীর ফোন পেলে সবসময়ই ধরবেন বলে জানান তিনি।  

পাপন বলেন, ‘প্রথম কথা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী ফোন করলে আমি যেখানেই থাকি, যে অবস্থায় থাকি ফোন ধরবোই। আমি জানি না এটা নিয়ে কেন বলেছে। এ নিয়ে আমি মন্তব্য করতে চাচ্ছি না। আমি বলছি এ কারণে-এটার সঙ্গে ওটার কী সম্পর্ক আমি জানি না। ’ 

‘আমার মনে হয় সমস্যাটা আপনাদের, আপনারা এত বাজে প্রশ্ন করলেন কেন। আপনারা হিসাব চাচ্ছেন, টাকা কী করছে। এমন প্রশ্ন জিজ্ঞেস করতে যান কেন। এটা করলে তো উনার মাথা খারাপ হবে এটা সবাই জানেন। এমন প্রশ্ন করেন কেন। করলে মাথা ঠিক থাকবে?’ 
 
পাপনের ‘ব্যাকগ্রাউন্ড’ নিয়েও প্রশ্ন তোলেন সালাউদ্দিন। এ নিয়ে পাপন বলেন, ‘সব জায়গাতেই সবরকমের জিনিস আছে। যেমন ধরেন ব্যাকগ্রাউন্ড। এখন সব ফুটবলার...ফুটবল ব্যাকগ্রাউন্ড মানেই কী নির্লজ্জ, বেহায়া, অহংকারী এটা বলা যাবে? তো? ব্যাকগ্রাউন্ডের সঙ্গে সম্পর্ক কী আমি জানি। এটা ব্যক্তির ব্যাপার। তবে আপনারা এসব প্রশ্ন না করাই ভালো। ’ 

সালাউদ্দিনের কথায় মন খারাপ হয়নি জানিয়ে তিনি বলেন, ‘যে যত কথাই বলুক- আমার এগুলো নিয়ে প্রশ্নই উঠে না মন খারাপ হওয়ার, চিন্তা করার। কে বলছে সেটা আসলে বড় কথা। এ ধরনের লোক বললে কিছু যায় আসে না। ’ 

মেয়েদের টাকার জন্য খেলতে না পারার প্রসঙ্গ টেনে বাফুফের সমালোচনা করেন পাপন। তিনি বলেন, ‘যেটা গুরুত্বপূর্ণ, মেয়েরা যেতে পারলো না। মাত্র বিশ লাখ টাকার জন্য। এর চেয়ে দুঃখ, কষ্ট...মাননীয় প্রধানমন্ত্রী কী কষ্টটাই না পেয়েছে। আপনারা চ্যানেলগুলো আছেন না, যেকোনো চ্যানেলের মালিকের কাছে গিয়ে বললেই দিয়ে দিতো। একজনের কাছে বলতে তো হবে। ’ 

‘বিশ্বাস করেন আমি কারো সঙ্গে কথা বলিনি, আমাদের প্লেয়াররা দিয়ে দিতো। খালি বলতো একবার। এ কী! এত গোপনে জিনিসটা রেখে, যে প্রসেসে করেছে এটা খুব দুঃখজনক। আমাদের ক্রিকেট বোর্ডের চেয়ে ফুটবল বোর্ডে যে পরিচালকরা আছে...অবিশ্বাস্য। বিশ লাখ টাকা দিতে পারে না। প্রতিদিন এদের খরচই তো বিশ লাখ টাকা। আমার কাছে এটা খুব আশ্চর্য লাগে। ’

পাপন আরও বলেন, ‘আমার মনে হয় অন্য কিছু আছে। আমি জানি না। এটা দুঃখজনক। দেশের জন্য এর চেয়ে বড় বদনাম হতে পারে না। আমরা বলছি দেশ এগিয়ে যাচ্ছে, অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে, সারা পৃথিবী মেনে নিচ্ছে। সে জায়গায় আমরা বলছি বিশ লাখ টাকার জন্য আমাদের দেশের মেয়েরা প্রি-অলিম্পিক খেলতে যেতে পারে না। এর চেয়ে লজ্জার বিষয় আর হয় না। এজন্য এই টপিক নিয়ে কথা বলতে চাই না। তাদের সঙ্গে কথা বলার কোনো প্রশ্নই আসে না। ’

বাংলাদেশ সময় : ১৬২০ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০২৩
এমএইচবি/এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।