ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

আইপিএল খেলতে যাওয়ার আগে লিটন, ‘এটা একটা সুযোগ’

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২৩
আইপিএল খেলতে যাওয়ার আগে লিটন, ‘এটা একটা সুযোগ’

অবশেষে আইপিএল খেলতে যাচ্ছেন লিটন দাস। রোববার সন্ধ্যায় কলকাতার উদ্দেশে ঢাকা ছাড়বেন তিনি।

ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে এবারই প্রথম খেলতে যাচ্ছেন লিটন। এর আগে সমর্থকদের সমর্থন প্রত্যাশা করেছেন তিনি। বাংলাদেশি এই ব্যাটার আইপিএলকে দেখছেন সুযোগ হিসেবে।

বিমানবন্দরে সাংবাদিকদের তিনি বলেছেন, ‘এটা একটা সুযোগ বলে আমি মনে করি। এরকম একটা ইভেন্টে কখনও যেতে পারিনি, প্রথমবার আমার জন্য। অবশ্যই ভালো লাগার, আমি খুশি। ’

গত কয়েকদিন ধরে আগ্রাসী ব্যাটিং করতে দেখা যাচ্ছে লিটনকে। আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টেও খেলেছেন সেভাবে। আইপিএলে কি তাহলে প্রত্যাশাটা বেশি? লিটন বলছেন, ফরম্যাট মূখ্য নয় তার কাছে। এরকমই ব্যাটিংই চালিয়ে যাওয়ার প্রত্যয় তার কণ্ঠে।

লিটন বলেছেন, ‘সংস্করণ যেরকমই হোক, ব্যাটিংয়ের সঙ্গে টি-টোয়েন্টি যায় কি না জানি না। কিন্তু আমার কাছে মনে হয়েছে আমি এভাবে খেললে আমার জন্য ভালো অপশন হবে, আমি খেলেছি। আর প্রস্তুত বলতে অবশ্যই অনুশীলন করেছি অনেকদিন ধরে, অনেকদিন ধরে খেলছি। দেখা যাক কী হয়। ’

কলকাতা নাইট রাইডার্সে লিটনের একাদশে সুযোগ পাওয়াও হবে বেশ কঠিন। রহমানউল্লাহ গুরবাজ ও জেসন রয়ের সঙ্গে প্রতিদ্বন্দ্বীতায় নামতে হবে তাকে। লিটন বলছেন, সব জায়গাতে খেলতেই প্রস্তুত আছেন তিনি। দায় ছেড়েছেন কলকাতার টিম ম্যানেজম্যান্টের ওপর।

লিটন বলেছেন, ‘দেখুন, একজন ওপেনার হিসেবে সব জায়গায় আত্মবিশ্বাস তো থাকাই লাগবে। কিন্তু দলটাও ভিন্ন দল। কখনই ফ্র্যাঞ্চাইজি লিগ আমি খেলতে যাইনি। তারা যদি খেলায় অবশ্যই চেষ্টা করবো ভালো খেলার। ’

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০২৩ 
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।