ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

রিংকুকে ‘পাঠান’ বানালেন শাহরুখ খান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৩
রিংকুকে ‘পাঠান’ বানালেন শাহরুখ খান

বলিউড তারকা হওয়ার পাশাপাশি কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) মালিকদের মধ্যে অন্যতম শাহরুখ খান। সময় পেলেই ছুটে যান আইপিএলের ম্যাচ দেখতে।

নিজ দলের ক্রিকেটারদের সঙ্গে সবসময়ই হাসিখুশি দেখা যায় তাকে। জয়ের পর মাথায় তুলে রাখতে ভোলেন না। ঠিক যেমনটা করেছেন রিংকু সিংয়ের বেলায়।  

রোববার সন্ধ্যায় অবিশ্বাস্য এক ম্যাচ দেখেছে ক্রিকেট বিশ্ব। শেষ ওভারের শেষ পাঁচ বলে পাঁচটি ছক্কা মেরে কলকাতা নাইট রাইডার্সকে জয় এনে দিয়েছেন রিংকু। ২৫ বছর বয়সী ক্রিকেটার একদিনেই নায়ক বনে গেছেন। গুজরাট টাইটান্সের রশিদ খানের অসাধারণ হ্যাটট্রিকও এদিন ম্লান হয়ে গেছে রিংকুর ঝড়ের কাছে। ম্যাচ শেষে তাকে নিয়ে আবেগে ভাসলেন কেকেআরের মালিক শাহরুখ খান।

শাহরুখ খান রিংকুকেই বানিয়ে দিলেন ‘পাঠান’। ম্যাচের পর ‘পাঠান’ সিনেমার পোস্টারে শাহরুখ নিজের মুখ সরিয়ে বসিয়ে দিলেন রিংকুর মুখ। টুইটারে সেই ছবি পোস্ট করে কিং খান ক্যাপশনে লিখেছেন, ‘ঝুমে জো রিংকু!! আমার বেবি রিংকু, নীতিশ, ভেঙ্কটেশ তোমরা সত্যিই সুন্দর। মনে রেখো আর বিশ্বাস রাখ- সেটাই সব। শুভেচ্ছা কেকেআরকে। ভেঙ্কি মাইসোর নিজের হৃদয়ের খেয়াল রাখবেন স্যার। ’ 

রিংকুর প্রতি শাহরুখ খানের এই আস্থা ও ভালোবাসায় মুগ্ধ নেটিজেনরা। ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে এই ছবি।

এদিকে শাহরুখ খানের মেয়ে সুহানা খানের কাছ রিংকুর ইনিংসটি ‘অবাস্তব’ লেগেছে। সুহানার মতো আরও অনেকেরই অনুভূতি ছিল একইরকম।

বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৩
এএইচএস  
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।