ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

মেয়েদের শ্রীলঙ্কা সফরের সময়সূচি চূড়ান্ত

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৫ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৩
মেয়েদের শ্রীলঙ্কা সফরের সময়সূচি চূড়ান্ত

ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সেই সফরের চূড়ান্ত সময়সূচি প্রকাশ করা হয়েছে।

আজ সোমবার এক বিবৃতিতে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড জানিয়েছে, আগামী ২৫ এপ্রিল বাংলাদেশ দল দ্বীপরাষ্ট্রটিতে পা রাখবে। এরপর ২৭ এপ্রিল শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্টস একাদশের বিপক্ষে পঞ্চাশ ওভারের একটি প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে।  

২৯ এপ্রিল থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ, যা আইসিসি উইমেনস চ্যাম্পিয়নশিপের অংশ। বাকি দুটি ম্যাচ হবে যথাক্রমে ২ ও ৪ মে। ওয়ানডে সিরিজের সব ম্যাচ হবে কলম্বোর পি সারা ওভালে।  

কলম্বোর আরেক ভেন্যু সিংহলিজ স্পোর্টস ক্লাবে হবে টি-টোয়েন্টি সিরিজের সব ম্যাচ। ৯ মে প্রথম টি-টোয়েন্টি। বাকি দুই ম্যাচ হবে যথাক্রমে ১১ ও ১২ মে। এর প্রস্তুতির অংশ হিসেবে ৭ মে শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট’স একাদশের বিপক্ষে ২০ ওভারের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগ্রেসরা।

বাংলাদেশ সময়: ১১০৪ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৩
এমএইচএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।