ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

২৪ লাখ রুপি জরিমানা কোহলির

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২৩
২৪ লাখ রুপি জরিমানা কোহলির

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে নেতৃত্ব দিচ্ছেন ফাফ ডু প্লেসি। তবে ইনজুরির কারণে কেবল ব্যাটিং করতে পারেন তিনি।

তাই রাজস্থান রয়্যালসের বিপক্ষের ম্যাচে বেঙ্গালুরুকে নেতৃত্ব দেন বিরাট কোহলি। দলকে জয়ও এনে দিয়েছেন। তবে তাকে গুনতে হয়েছে মোটা অঙ্কের জরিমানা। স্লো ওভাররেটের কারণে কোহলিকে ২৪ লাখ রুপি জরিমানা করেছে বিসিসিআই।

গত রবিবার চিন্নাস্বামী স্টেডিয়ামে নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে না পারার কারণে এই শাস্তি হলো কোহলিদের। বিসিসিআইয়ের এক বিজ্ঞপ্তিতে জরিমানার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগেও চলতি আইপিএলে জরিমানা গুনেছেন কোহলি।

বিসিসিআইয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,  ‘আইপিএলের ন্যূনতম ওভার-রেট সংক্রান্ত কোড অব কন্ডাক্টের আওতায় এটি তার (কোহলির) দলের দ্বিতীয় অপরাধ বলে কোহলিকে ২৪ লাখ রুপি, একাদশের প্রতিটি সদস্যের সঙ্গে ইমপ্যাক্ট সাবকে ৬ লাখ রুপি বা ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। ’ 
সুতরাং ইমপ্যাক্ট বদলি হিসেবে খেলা ডু প্লেসিও জরিমানা গুনেছেন ৬ লাখ রুপি।

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২৩
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।