অস্ট্রেলিয়ার বিপক্ষে চতুর্থ টেস্টের প্রথম দিন ১৯ বছর বয়সী অভিষিক্ত স্যাম কোনস্টাসের সঙ্গে অশোভন আচরণ করেন কোহলি। তাকে ধাক্ক দিয়ে ম্যাচ ফি'র ২০ শতাংশ জরিমানা গুনতে হচ্ছে ভারতীয় ব্যাটিং গ্রেটকে।
ম্যাচের দশম ওভার শেষে অভিষিক্ত কনস্টাসের সঙ্গে অশোভন আচরণ করেন কোহলি। টিভি রিপ্লেতে দেখা যায়, নিচের দিকে তাকিয়ে গ্লাভস ঠিক করতে করতে মাঝ ক্রিজের দিকে যাচ্ছিলেন কনস্টাস। ওই সময় নিজেদের জায়গা বদল করছিলেন কোহলি ও ভারতীয় ফিল্ডাররা। ক্রিজ থেকে অনেকটা দূরে ছিলেন কোহলি। কিন্তু নিজের জায়গা ছেড়ে কনস্টাসের দিকে হাঁটা দেন তিনি।
শেষ পর্যন্ত ধাক্কা লাগে দুইজনের। পরে হয় উত্তপ্ত বাক্য বিনিময়। কনস্টাসের ওপেনিং সঙ্গী উসমান খাওয়াজা ও আম্পায়ার মাইকেল গফ এসে তাদের থামিয়ে দেন। কোহলির এমন কাজ আইসিসির আচরণবিধি লঙ্ঘন। তাই তাকে শাস্তি দিয়েছে আইসিসি।
আইসিসি’র কোড অব কন্ডাক্টের লেভেল ওয়ান ভঙ্গের দায়ে কোহলিকে জরিমানা করা হয়েছে। একজন খেলোয়াড়, প্লেয়ার সাপোর্ট কর্মী, আম্পায়ার, ম্যাচ রেফারি বা অন্য কোন ব্যক্তির সাথে অনুপযুক্ত শারীরিক যোগাযোগ (আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন একজন দর্শক সহ) এই আইনের আওতাভুক্ত। কোহলি তার শাস্তি মেনে নেয়ায় আনুষ্ঠানিক কোন শুনানির প্রয়োজন হয়নি।
বাংলাদেশ সময়: ২২০৮ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২৪
এআর