ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ঢাকা কাউন্সিলকে হারিয়ে চ্যাম্পিয়ন চট্টগ্রাম লার্নাডস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৮ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২৪
ঢাকা কাউন্সিলকে হারিয়ে চ্যাম্পিয়ন চট্টগ্রাম লার্নাডস

ঢাকা কাউন্সিলকে হারিয়ে দক্ষিণ এশিয়া ল'ইয়ার্স ক্রিকেট কাপের দ্বিতীয় আসরের চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম লার্নাডস। বৃহস্পতিবার বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স মাঠে হওয়া ফাইনালে ৫ উইকেটে জয় পেয়েছে তারা।

 

শুরুতে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৫৮ রান করে ঢাকা কাউন্সিল। দলটির হয়ে ২০ বলে ২ চার ও ৪ ছক্কায় সর্বোচ্চ ৪২ রান করেন শুভ কাজী। ২০ বলে ৩১ রান আসে সাকিব রহমান নূরের ব্যাটে। ৪ ওভারে ২৩ রান দিয়ে ২ উইকেট নেন চট্টগ্রাম লার্নাডসের মীর সাজ্জাদ হোসেন।

রান তাড়ায় নেমে দুই বল আগেই জয় পায় ঢাকা কাউন্সিল। দলটির পক্ষে ৩১ বলে ৫১ রান করেন মীর সাজ্জাদ হোসেন। ৪০ বলে ৩৮ রান করেন ওপেনার ইশরাক আহমেদ। ঢাকার হয়ে দুই উইকেট নেন শুভ কাজী।  

এই টুর্নামেন্টে বাংলাদেশের চারটি ও পাকিস্তানের দুটি দল অংশ নিয়েছে। পাকিস্তান থেকে অংশ নেওয়া দল দুটি লাহোর ও করাচির। বাংলাদেশ থেকে আছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও সিলেট। গত ২০ ডিসেম্বর ল’ইয়ার্স কাপের পর্দা উঠে।  

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২৪
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।