কেবল এই ম্যাচেই অভিষেক হয়েছে। সাম কনস্টাসের বয়সও স্রেফ ১৯।
ওভার শেষে পিচের পাশ দিয়ে হাঁটার সময় কনস্টাসের কাঁধে ধাক্কা লাগে কোহলির। এরপর দুজনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ও হয়। উসমান খাজা এসে কথা বলে ঘটনাটি মিটিয়ে দেওয়ার চেষ্টা করেন। লম্বা হয়নি দুজনের কথোপকথন।
পরে চ্যানেল সেভেনকে কনস্টাস বলেন, ‘আমার মনে হয় দুজনেরই আবেগ নিয়ন্ত্রণ করতে পারিনি। আমি বুঝতে পারিনি, গ্লাভস ঠিক করছিলাম। এরপর দেখি কাঁধে ধাক্কা লেগেছে। কিন্তু ক্রিকেটে এমন হয়ই। ’
ঘটনার সময় ধারাভাষ্য দিচ্ছিলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং। তিনি বর্ণনা দিচ্ছিলেন এভাবে, ‘বিরাটের হাঁটার দিকে তাকান। বিরাট তার ডান দিক থেকে পুরো পিচ হেঁটে এসেছে এবং ঝামেলাটার ব্যাপারে প্ররোচনা যুগিয়েছে। আমার এ ব্যাপারে তেমন সন্দেহ নাই। ’ এমন ঘটনার জন্য শাস্তি পেতে পারেন কোহলি।
১৯ বছর বয়সী কনস্টাস অবশ্য অভিষেকেই আলো ছড়িয়েছেন। স্রেফ ৫২ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন তিনি। শেষ পর্যন্ত ছয় চার ও দুটি ছক্কায় ৬৫ বলে ৬০ রান করেন কনস্টাস। তার শটগুলোও বেশ মুগ্ধতা ছড়িয়েছে। লম্বা রেসের ঘোড়া হতে পারেন, করা হচ্ছে এমন ধারণা। তার অভিষেকের স্মৃতিতে এখন নিশ্চয়ই ভালোভাবে থাকবেন কোহলিও।
বাংলাদেশ সময় : ১০২৪ ঘণ্টা, ২৬ ডিসেম্বর, ২০২৪
এমএইচবি