ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিশ্বকাপ বয়কটের হুমকি দেবে পাকিস্তান যদি...

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭ ঘণ্টা, মে ১৫, ২০২৩
বিশ্বকাপ বয়কটের হুমকি দেবে পাকিস্তান যদি...

একের পর এক ‘হাইব্রিড মডেলে’র প্রস্তাব দিয়ে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআইয়ের মন গলাতে পারছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এশিয়া কাপ কোথায় হবে তা নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

তবে পাকিস্তান যদি আয়োজকস্বত্ব হারায় তাহলে ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপ বয়কট করবে তারা।  

বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন হুমকিই দিয়েছেন পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি। তিনি জানান এর ‘খুবই বাস্তব সম্ভাবনা’ আছে। রাজনৈতিক বৈরিতার কারণের এক দশক ধরে দ্বিপাক্ষিক কোনো সিরিজ খেলছে না দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ। আন্তর্জাতিক ক্রিকেটে দেখা হয় কেবল এশিয়া কাপ বা আইসিসি টুর্নামেন্টে।  

এবার এশিয়া কাপের আয়োজক হিসেবে পাকিস্তানের নাম আগেই ঘোষণা করা হয়েছে। দেশটির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। সেখানে গিয়ে খেলতে রাজি নয় তারা। ভারতের সেই দাবি মেনে, হাইব্রিড মডেলের প্রস্তাব দিয়েছে পাকিস্তান। সেই মডেলে বেশকিছু পরিবর্তনও আনা হয়েছে। যেখানে শুধুমাত্র ভারতের ম্যাচগুলো অন্য ভেন্যুতে হবে বলে জানান নাজাম শেঠি। তবে এই ব্যাপারে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো সম্মতি দেয়নি ভারত।

নাজাম শেঠি বলেন, ‘তারা (ভারত) সবগুলো ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে চায়। বিসিসিআইয়ের যৌক্তিক সিদ্ধান্ত নেওয়া উচিত, যাতে করে আগামীতে আমাদের কোনো সমস্যায় না পড়তে হয়। ভারতের এমন কোনো পরিস্থিতি তৈরি করা উচিত নয়, যে কারণে এশিয়া কাপ ও বিশ্বকাপ বয়কট করতে হয় আমাদের এবং পরে ভারতকে চ্যাম্পিয়নস ট্রফি বয়কট করতে হয়। তাতে খুবই বিশৃঙ্খলা সৃষ্টি হবে। ’

পাকিস্তানের হাইব্রিড মডেলে আনুষ্ঠানিকভাবে আপত্তি জানিয়েছে শ্রীলঙ্কা। তবে সেটা অগ্রহণযোগ্য বলে মনে করেন নাজাম শেঠি। তিনি বলেন, ‘এমনটা হলে (আয়োজকস্বত্ব হারালে) বিশ্বকাপ বয়কট করার অবশ্যই বাস্তব সম্ভাবনা আছে। ভারতে আমাদের দলের নিরাপত্তা নিয়ে আমরাও চিন্তিত। তাই পাকিস্তানকে ঢাকা (মিরপুর), শ্রীলঙ্কা বা আরব আমিরাতে খেলতে দেওয়া হোক। এখন এটাই সমাধান, যতক্ষণ না পর্যন্ত ভারত পাকিস্তানের সঙ্গে পাকিস্তানের মাটিতে কিংবা বাইরে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে রাজি হয়। ’

‘আইসিসির এখানে পদক্ষেপ নেওয়া উচিত। তবে আমার মতে, আইসিসির হস্তক্ষেপ পছন্দ করবে না বিসিসিআই। ভারত-পাকিস্তান লড়াই এখন ক্রিকেটে সবচেয়ে বড় লড়াই। এটা অস্ট্রেলিয়া-ইংল্যান্ড, অস্ট্রেলিয়া-ভারত লড়াইয়ের চেয়েও বড়। একগুঁয়েমি করে কীভাবে আমরা এটাকে হুমকির মধ্যে ফেলে দিতে পারি? ভারতের ব্রিজ দল, বাস্কেটবল দল, কাবাডি দল পাকিস্তানে এসেছে। তাহলে কেন ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানে আসতে পারবে না। ’

এদিকে আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এশিয়া কাপ।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, মে ১৫, ২০২৩
এএইচএস 


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।