ব্যাট হাতে টানা ফর্মহীনতার কারণে চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে বাদ পড়েছেন লিটন দাস। সেদিনই আবার বিপিএলের ম্যাচে বিধ্বংসী সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি।
বিষয়টি দেশের ক্রিকেটাঙ্গণে বেশ সাড়া ফেলেছে। লিটনের অসাধারণ ইনিংসটি ধারাভাষ্য কক্ষ থেকে নিজের চোখে দেখেছেন ক্যারিবীয় কিংবদন্তি কার্টলি অ্যামব্রোস। লিটনের বাদ পড়ার খবর শুনে তাই বেশ অবাক হয়েছেন তিনি, 'আমি জানি লিটন (চ্যাম্পিয়নস ট্রফির দলে) জায়গা পায়নি। তবে আজ সে দারুণ একটা ইনিংস খেলেছে। সে দারুণ ফর্মে আছে, তাই তাকে দলে জায়গা দেওয়া যায় কিনা নির্বাচকদের দেখা দরকার। সে ক্লাস প্লেয়ার। যে কারণে আমি বেশ অবাক হয়েছি। তবে নির্বাচকরা তাদের কাজ করেছে। '
অ্যামব্রোস আরও বলেন, 'বিপিএলের শুরুর দিকে লিটনের রান পাওয়া হয়তো (বাদ পড়ার) কারণ হতে পারে। সে কিছুটা সংগ্রামের মধ্যেই আছে। নির্বাচকরা সবসময় পারফরম্যান্সকে প্রাধান্য দেন। তবে যদি কেউ যথেষ্ট ভালো হয় এবং সামর্থ্য থাকে; তখন সে ফর্মে না থাকলেও অনেক সময় নেওয়া হয়। তবে এটা নির্বাচকদের কাজ। আমার না। আমার কাছে ফর্ম ও পরিসংখ্যান সবসময় গুরুত্বপূর্ণ। '
অ্যামব্রোসের কথার প্রতিধ্বনি শোনা গেল সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর কণ্ঠেও। লিটনের দল না পাওয়া নিয়ে তিনি বলেন, 'প্রথম ম্যাচ হবে দুবাইতে। এরপরের ম্যাচ রাওয়ালপিন্ডিতে। ওখানে ফ্ল্যাট উইকেটেই খেলা হবে। ওইরকম পিচে লিটনের ব্যাটিং কাজে আসতো। মাঝে কিছুদিন অফ ফর্মে ছিল। সবকিছু মিলিয়ে আমি বলবো, ওকে বাদ দেওয়াটা ঠিক হয়নি। '
নান্নু অবাক হয়েছেন সাকিব আল হাসানকে না দেওয়াতেও। দেশের ইতিহাসের সেরা অলরাউন্ডারের বোলিং নিষিদ্ধ হয়েছে। কিন্তু তাকে শুধু ব্যাটার হিসেবে বিবেচনা করেননি নির্বাচকরা। এ নিয়ে আক্ষেপ প্রকাশ করে নান্নু বলেন, 'সাকিব সবদিক থেকেই ফিট। শুধু ব্যাটার হিসেবে তাকে নেওয়া যেতো। যেহেতু তামিম নেই, সাকিবের মতো অভিজ্ঞ কাউকে রাখা উচিত ছিল। '
বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৫
এমএইচএম