ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

‘বিশ্বকাপে খেলতে যাওয়ার সিদ্ধান্ত আফ্রিদি নেবেন না’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৫ ঘণ্টা, মে ২২, ২০২৩
‘বিশ্বকাপে খেলতে যাওয়ার সিদ্ধান্ত আফ্রিদি নেবেন না’

পাকিস্তানে এশিয়া কাপ খেলতে অনাগ্রহ প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা বিসিসিআই। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডও (পিসিবি) এর বিপরীতে পাল্টা জবাব দিয়েছে।

এমনটা হলে পাকিস্তানও বিশ্বকাপ খেলতে ভারত যাবে না। পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠির এমন মন্তব্যে চটেছিলেন সাবেক পাকিস্তানি অলরাউন্ডার শহীদ আফ্রিদি। তবে নাজাম শেঠি জানান, বিশ্বকাপে খেলতে যাওয়ার সিদ্ধান্ত আফ্রিদি নেবে না।

বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে পিসিবি চেয়ারম্যান বলেন, ‘বিশ্বকাপে  যাওয়ার সিদ্ধান্ত না শহীদ আফ্রিদি নেবে, না জয় শাহ বা আমি নেব। সিদ্ধান্ত ভারতের পক্ষ থেকে তাদের সরকারের ও পাকিস্তানের পক্ষ থেকে আমাদের সরকার নেবে। যদি পাকিস্তান সরকার বলে যে, আমাদের ভারতে যেয়ে বিশ্বকাপে খেলতে পারবে, তাহলে আমরা অবশ্যই যাব। ’

এর আগে আফ্রিদি বলেছিলেন,  ‘আমি বুঝতে পারছি না পিসিবি কেন এতটা একগুঁয়েমি করছে এবং বলেই যাচ্ছে আমরা ভারতে যাব না। তাদের পরিস্থিতিটা সরলভাবে নেওয়া উচিত এবং বুঝা দরকার একটা আন্তর্জাতিক টুর্নামেন্ট হতে যাচ্ছে। সেটা ইতিবাচক নিয়ে খেলতে যাওয়া উচিত। ’

‘আপনার ছেলেদের বলুন ট্রফি নিয়ে আসতে। পুরো জাতি আপনার পাশে থাকবে। এটা শুধু আমাদের জন্য বড় জয়ই হবে না, বিসিসিআইর মুখে কষে একটি চড় মারাও হবে। ভারতে যাও, ভালো ক্রিকেট খেল এবং ট্রফি জেত। এটাই সব, আমাদের জন্য এটাই বিকল্প। আমাদের সেখানে যেতে হবে, ফিরতে হবে ট্রফি নিয়ে। তাদের (বিসিসিআই) পরিষ্কারভাবে বুঝিয়ে দাও যে আমরা যেকোনো জায়গায় গিয়ে জিততে পারি। ’

বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, মে ২২, ২০২৩
এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।