ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

বিএসপিএ’র বর্ষসেরা লিটন দাস

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৩ ঘণ্টা, মে ২৮, ২০২৩
বিএসপিএ’র বর্ষসেরা লিটন দাস

কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড-২০২২ এর বর্ষসেরা ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছেন জাতীয় দলের তারকা ক্রিকেটার লিটন দাস। আর দর্শকদের ভোটে পপুলার চয়েজ অ্যাওয়ার্ড জিতেছেন জাতীয় নারী ফুটবল দলের সাফজয়ী অধিনায়ক সাবিনা খাতুন।

আজ রোববার রাজধানীর এক হোটেলে আয়োজিত জমকালো অনুষ্ঠানে ১৫ ক্যাটাগরিতে বিভিন্ন দেশসেরা ক্রীড়াবিদ, সংগঠক ও ফেডারেশনকে পুরস্কৃত করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।

বর্ষসেরার পুরস্কার হাতে উচ্ছ্বসিত লিটন বলেন, ‘এ রকম একটা পুরস্কার পাওয়া ভাগ্যের এবং সম্মানের। আমরা দেশের জন্যই খেলি। এরকম পুরস্কার আমাদেরকে আরও ভালো খেলার জন্য অনুপ্রাণিত করে। দোয়া করবেন, পরেরবার যেন আরও ভালো করতে পারি; পুরস্কারের মঞ্চে আবার আসতে পারি। ’

পরবর্তীতে ভবিষ্যত নিজের পরিকল্পনা জানান লিটন। বিশ্বকাপ নিয়ে তার ভাবনা জানতে চাওয়া হলে লিটন বলেন, ‘এখনো দেরি আছে। আগামীকাল হয়ত আমাদের একটা ক্যাম্প শুরু হবে, দেখা যাক আগে শুরু করি। ’ 

সাম্প্রতিক সময়ে ভালো ফর্মে নেই লিটন। তবে নিজের চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন তিনি, ‘আপনি প্রতিদিন ক্রিকেটে ভালো খেলতে পারবেন না। ভালো খেলবেন, খারাপ খেলবেন। আমি আসলে ওভাবে চিন্তিত নই। জাস্ট প্র্যাকটিস করব দেখা যাক কি হয়। ’

পপুলার চয়েস অ্যাওয়ার্ড জিতে উচ্ছ্বসিত বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন বলেন, ‘যে কোনো পুরস্কারই আমাদেরকে আরও ভালো করার অনুপ্রেরণা জোগায়। বিএসপিএর এই পুরস্কার পেয়ে আমি খুশি। আগামীতে আরও ভালো করার জন্য এই পুরস্কার আমাকে অনুপ্রাণিত করবে। ’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, ইন্টারন্যাশনাল স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন অব এশিয়ার (এআইপিএস এশিয়া) ভাইস প্রেসিডেন্ট মোবারক আলবোয়াইন ও সেক্রেটারি জেনারেল আমজাদ আজিজ মালিকসহ আরও অনেকে।  

২০২২ সালের পুরস্কারপ্রাপ্তরা:
বর্ষসেরা ক্রীড়াবিদ: লিটন দাস (ক্রিকেট); পপুলার চয়েজ অ্যাওয়ার্ড: সাবিনা খাতুন (ফুটবল); বর্ষসেরা ক্রিকেটার (পুরুষ): লিটন দাস, বর্ষসেরা ক্রিকেটার (নারী): নিগার সুলতানা জ্যোতি, বর্ষসেরা ফুটবলার (পুরুষ): রবসন দি সিলভা রবিনিয়ো (ব্রাজিল), বর্ষসেরা ফুটবলার (নারী): সাবিনা খাতুন, বর্ষসেরা আর্চার: নাসরিন আক্তার, বর্ষসেরা হকি খেলোয়াড়: আশরাফুল ইসলাম, বর্ষসেরা অ্যাথলেট: ইমরানুর রহমান, বর্ষসেরা কোচ: গোলাম রব্বানী (বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল), উদীয়মান ক্রীড়াবিদ: নাফিজ ইকবাল (টেবিল টেনিস), সিফাত উল্লাহ গালিব (ব্যাডমিন্টন), তৃণমূলের সংগঠক: আমিরুল ইসলাম (কুষ্টিয়ার সাঁতার কোচ), বিশেষ সম্মাননা: সুমিতা রানী (হার্ডলার), সেরা সংস্থা: বাংলাদেশ কাবাডি ফেডারেশন ও বিশেষ সংবর্ধনা: সাফ নারী চ্যাম্পিয়নশিপ জয়ী দল ও ফিজিক্যাল চ্যালেঞ্জড ক্রিকেট দল।  

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, মে ২৮, ২০২৩
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।