ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

বৃষ্টির কারণে রিজার্ভ ডে’তে গড়াল আইপিএল ফাইনাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫২ ঘণ্টা, মে ২৮, ২০২৩
বৃষ্টির কারণে রিজার্ভ ডে’তে গড়াল আইপিএল ফাইনাল

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফাইনাল মাঠে গড়ানোর আগেই শুরু হয় বৃষ্টি। যে কারণে হয়নি টসও।

বজ্রপাতসহ এই বৃষ্টি অবশ্য মাঝে এসে কিছুক্ষণ থেমে থাকে। তবে পরে আবারও শুরু হয় বৃষ্টি। শেষ পর্যন্ত ম্যাচই একদিন পিছিয়ে ‘রিজার্ভ ডে’তে করার সিদ্ধান্ত নিয়েছে আম্পায়াররা।

আহমেদাবাদে ফাইনাল ম্যাচে আজ মুখোমুখি হওয়ার কথা ছিল গুজরাট টাইটান্স ও চেন্নাই সুপার কিংসের। অনেকেই ভেবে নিয়েছেন ম্যাচটি মহেন্দ্র সিং ধোনির শেষ ম্যাচ। তাইতে দর্শকের সংখ্যাও কম হয়নি। যদিও আগে থেকেই পূর্বাভাস ছিল বৃষ্টি নামতে পারে আহমেদাবাদে। এবার সেটিই হলো। একদিন পিছিয়ে রিজার্ভ ডে তে গড়াবে ফাইনাল ম্যাচ। হতাশ হয়েই ফিরতে হয়েছে দর্শকদের।

সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭:৩০মিনিটে টস হবে আইপিএল ফাইনালের। ম্যাচ শুরু হবে রাত ৮টায়। তবে রিজার্ভ ডে’তেও যদি বৃষ্টি হানা দেয় এবং ম্যাচ মাঠে না গড়ায় তবে পয়েন্ট হিসেব বিবেচনা করা হবে। আসরের ৭০ ম্যাচ শেষে ২০ পয়েন্ট নিয়ে সবার ওপরে থাকা গুজরাট হবে চ্যাম্পিয়ন, আর ১৭ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা চেন্নাই হবে রানার্সআপ।

বাংলাদেশ সময়: ২৩৫২ ঘণ্টা, মে ২৮, ২০২৩
আরইউ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।