ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ক্রিকেট

‘আফগানিস্তানকে ছোট করে দেখার কিছু নেই’

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, জুন ৩, ২০২৩
‘আফগানিস্তানকে ছোট করে দেখার কিছু নেই’

তামিম ইকবালের সঙ্গে জিম থেকে বের হলেন তাইজুল ইসলাম। তার খানিক আগে নাজমুল হোসেন শান্ত বের হয়েছেন, এরপর ইনডোরে তিনি গিয়েছেন ব্যাটিং অনুশীলনে।

আনুষ্ঠানিকভাবে ছুটির দিন হলেও বেশ সিরিয়াসই ছিলেন তারা।  

গত কয়েক বছরে বাংলাদেশের শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে আফগানিস্তান। তিন ফরম্যাটেই বেশ ভালো লড়াই করছে দলটি। পূর্নাঙ্গ সিরিজ খেলতে ১০ জুন বাংলাদেশে আসবে তারা। মাঝে অবশ্য থাকবে ঈদুল আজহার বিরতি। এই সিরিজে আফগানিস্তানকে ছোট করে দেখার সুযোগ দেখেন না বিসিবি পরিচালক ও সাবেক অধিনায়ক আকরাম খান।

শনিবার মিরপুরে সাংবাদিকদের তিনি বলেন, ‘আফগানিস্তানকে কোনোভাবে ছোট করে দেখার নেই। ওদের ভালো মানের বোলার অনেক আছে। ব্যাটার যারা আছে ওদের ধারাবাহিকতা অনেক ভালো। ওদের যদি সহজভাবে নেন বা মনে করেন যে, আয়ারল্যান্ডের মতো তাহলে এটা আমাদের জন্য নেতিবাচক হবে। ওরা কিন্তু শক্তিশালী একটা দল এবং শ্রীলঙ্কাকে ওদের মাটিতে হারানো বড় একটা ব্যাপার। ’

‘আমরা যেভাবে খেললাম আয়ারল্যান্ডের বিপক্ষে দেশে ও বাইরে আমরা যদি ওইভাবে প্রোপার ক্রিকেট খেলতে পারি, ইনশাআল্লাহ্‌ আমরা ভালো করব। কারণ আমাদের হোম এডভান্টেজ আছে। এই মাঠে আমাদের অভিজ্ঞতা বেশি। তো সুযোগটা নিতে পারলে আমরা ভালো করবো। ’

আফগানিস্তানের সঙ্গে সিরিজ শুরু হবে টেস্ট দিয়ে। এই ফরম্যাটে দলটির বিপক্ষে দুঃস্মৃতিই রয়েছে বাংলাদেশের। তাদের বিপক্ষে এখন অবধি খেলা একমাত্র টেস্টে হারতে হয়েছে, সেটিও ঘরের মাঠে। আকরাম খান বলছেন, দায়িত্ব নিয়ে খেললে এবার জয় সম্ভব।  

সাবেক এই অধিনায়ক বলেন, ‘আমরা যে টেস্টটা হেরেছি, আমরাও কিন্তু ওদের মতো ভালো খেলছিলাম। কিন্তু একটা ঘণ্টা আমরা খারাপ খেলায় ওই টেস্টটা হেরে যাই। আমি যেটা শুরুতে বলেছি, আপনাকে ভালো খেলতেই হবে। যে দলের বিপক্ষেই খেলেন না কেন। অবশ্যই ওদের স্পিনাররা ভালো। তবে আমাদের ব্যাটাররাও আছে ভালো। আমার মনে হয় দায়িত্ব নিয়ে খেললে আমরা ভালো করব। ’

‘এটাই তো একটা সুযোগ। যেহেতু বাংলাদেশে আমরা ওদের বিপক্ষে যে হেরেছি, এখনই সঠিক সময় ওই ম্যাচের প্রতিশোধ নেওয়ার। যেভাবে আমরা খেলছি, যে অবস্থায় ওদের ছন্দ আছে। ওই সময় কিন্তু আমাদের এত ভালো ফাস্ট বোলার ছিল না। এখন কিন্তু আমাদের ফাস্ট বোলিং ইউনিট অনেক ভালো করছে। তো আশা করছি এবার ভালো করবে। ’

বাংলাদেশ সময় : ১৭৪৯ ঘণ্টা, জুন ০৩, ২০২৩
এমএইচবি/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।