ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ক্রিকেট

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন গাপটিল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৫
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন গাপটিল আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন গাপটিল। ছবি : ক্রিকইনফো

দীর্ঘ ১৪ বছর পর আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন নিউজিল্যান্ডের অভিজ্ঞ ওপেনার মার্টিন গাপটিল।  

নিউজিল্যান্ডের জার্সিতে সর্বশেষ ২০২২ সালে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ খেলেহেন তিনি।

এরপর থেকে আর জাতীয় দলের জার্সিতে দেখা যায়নি তাকে। আর আজ ৩৮ বছর বয়সে নিজের অবসরের ঘোষণা দিলেন তিনি। তবে ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট চালিয়ে যাবেন এই ডানহাতি ব্যাটার।

বিদায়বেলায় গাপটিল বলেছেন, 'নিউজিল্যান্ডের হয়ে খেলা আমার শৈশবের স্বপ্ন ছিল। আমি সত্যি ভাগ্যবান যে দেশের হয়ে ৩৬৭টি ম্যাচ খেলতে পেরেছি। সতীর্থদের সঙ্গে সুখের স্মৃতি সারা জীবন মনে সতেজ থাকবে। '

২০০৯ সালে ওয়ানডে দিয়ে জাতীয় দলের জার্সিতে অভিষেক হয় গাপটিলের। আর বিদায় নিচ্ছেন কিউইদের জার্সিতে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ও ওয়ানডেতে তৃতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক হিসেবে।  

১২২টি টোয়েন্টি ম্যাচে ২ সেঞ্চুরিসহ ৩৫৩১ রান করেছেন গাপটিল। আর ১৯৮টি ওয়ানডেতে করেছেন ৭৩৪৬ রান, আছে ১৮টি সেঞ্চুরি। অন্যদিকে ৪৭ টেস্টে ৩ সেঞ্চুরিসহ করেছেন ২৫৮৬ রান।  

২০১৫ বিশ্বকাপে অপরাজিত ২৩৭ রানের ইনিংস খেলেছিলেন গাপটিল, যা ওয়ানডেতে বিশ্বকাপের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস।  

বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২৫
এমএইচএম
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।