ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

রশিদকে ছাড়াই বাংলাদেশের বিপক্ষে টেস্ট দল ঘোষণা আফগানিস্তানের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, জুন ৭, ২০২৩
রশিদকে ছাড়াই বাংলাদেশের বিপক্ষে টেস্ট দল ঘোষণা আফগানিস্তানের

বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপের আগে পুর্ণাঙ্গ সিরিজ খেলবে আফগানিস্তান। তবে শুরুতেই খেলা একমাত্র টেস্টের পর ঈদুল আজহার বিরতিতে যাবে তারা।

এরপর খেলবে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ। ইতোমধ্যে একমাত্র টেস্টকে সামনে রেখে দল ঘোষণা করেছে দেশটি।  

বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচটির জন্য আজ ১৫ সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। যেখানে অধিনায়ক হিসেবে থাকবেন হাসমতউল্লাহ শহীদি। থাকছেন না দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য রশিদ খান।  

দীর্ঘ সময় ধরে আইপিএল খেলার পর ইনজুরিতে পড়েন রশিদ। এরপর সেরেও ওঠেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে মাঠে দেখা যায় তাকে। তবে বাংলাদেশের বিপক্ষে বিশ্রাম পাচ্ছেন এই আফগান এই লেগ স্পিনার।

একনজরে আফগানিস্তান স্কোয়াড: হাসমতউল্লাহ শহীদি, ইব্রাহিম জাদরান, আব্দুল মালিক, নাসির জামাল, রহমত শাহ, বাহের শাহ মাহবুব, আফসার জাজাই, ইকরাম আলিখেল, করিম জানাত, জহির খান পাকতিন, হামজা হোতাক, ইজহারউল্লাহ হক নাভিদ, ইব্রাহিম আব্দুলরাহিমজাই, ইয়ামিন আহমাদজাই, নিজাত মাসুদ।

রিজার্ভ: নুর আলী, জিয়া আকবার, আজমত অমরজাই, সায়েদ শিরজাদ।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, জুন ৭, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।