ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

ফের পিঠে চোট পেয়ে অনুশীলন ছাড়লেন তামিম

স্টাফ করেসপন্ডেন্ট (স্পোর্টস) | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩১ ঘণ্টা, জুন ১১, ২০২৩
ফের পিঠে চোট পেয়ে অনুশীলন ছাড়লেন তামিম

পিঠের পুরোনো ব্যথা নিয়েই এসেছিলেন অনুশীলনে। সকালে জুলিয়ান ক্যালেফাতোর তত্ত্ববধানে ওয়ার্ম-আপ করেন।

পরে দলের সঙ্গে করেন ফিল্ডিং অনুশীলনও। এরপর তামিম ইকবাল যান ইনডোরে।

সেখানে ব্যাটিং অনুশীলন করেন বেশ কিছুক্ষণ। কিন্তু এক নেট বোলারের বলে ব্যাক ফুটে শট খেলতে গিয়ে চোট পেয়েছেন এই বাঁহাতি ওপেনার।  

পিঠের ব্যথা বেড়ে যাওয়ায় আগে থেকেই আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে তামিমের খেলা নিয়ে সংশয় ছিল। এখন আবারও চোট পাওয়ায় তার খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। তামিমের নতুন ব্যথা নিয়ে অবশ্য কিছু জানাতে পারেনি বিসিবির মেডিকেল বিভাগ।

আগামী ১৪ জুন মিরপুরে একমাত্র টেস্টে খেলতে নামবে বাংলাদেশ। এই ম্যাচ সামনে রেখে বেশ কয়েকদিন থেকেই অনুশীলন করছিলেন জাতীয় দলের ক্রিকেটাররা। রোববার থেকে শুরু হয়েছে আনুষ্ঠানিক অনুশীলন।  

বাংলাদেশ সময়: ১২৩১ ঘণ্টা, জুন ১১, ২০২৩
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।