ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

ফাইনাল হারের পর আইপিএলকে দায়ী করলেন রোহিত-দ্রাবিড়!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৬ ঘণ্টা, জুন ১১, ২০২৩
ফাইনাল হারের পর আইপিএলকে দায়ী করলেন রোহিত-দ্রাবিড়!

ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং— টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে এই তিন বিভাগেই অস্ট্রেলিয়ার কাছে স্রেফ উড়ে গেছে ভারত। ফলটাও এসেছে তেমনই।

২০৯ রানের দাপুটে জয়ে টেস্ট চ্যাম্পিয়শিপের শিরোপা উঁচিয়ে ধরে অস্ট্রেলিয়া। ফাইনাল খেলার জন্য বেশ তরতাজা হয়েই ইংল্যান্ডে পা রাখে তারা।

অন্যদিকে ভারত ছিল ব্যতিক্রম। আইপিএলের কারণে দলের বেশ কয়েকজন কেবল প্রস্তুতির জন্য সাত দিনের সময় পান। আইপিএল ফাইনাল খেলা মোহাম্মদ শামি, রবীন্দ্র জাদেজাদের জন্য তা যে যথেষ্ট ছিল না, সেটাই প্রমাণ হলো। ফাইনাল হারের পেছনে অনেকটা পরোক্ষভাবে আইপিএলকে দায়ী করলেন ভারতের কোচ রাহুল দ্রাবিড় ও অধিনায়ক রোহিত শর্মা।

ম্যাচশেষে সংবাদ সম্মেলনে রোহিত বলেন, ‘এ রকম গুরুত্বপূর্ণ একটা ম্যাচের আগে দুটো দলেরই সমান সুবিধা পাওয়া উচিত। আগেরবার যখন ইংল্যান্ডে এসেছিলাম তখন প্রস্তুতি নেওয়ার জন্যে হাতে ২৫-৩০ দিন ছিল। আপনারা ফলাফল দেখতে পেয়েছিলেন। ’ 

‘করোনার কারণে শেষ ম্যাচ স্থগিত হয়ে যাওয়ার আগে পর্যন্ত আমরা ২-১ এগিয়ে ছিলাম। সত্যি করেই আমরা প্রস্তুতির জন্যে একটু বেশি সময় চেয়েছিলাম। যাতে বোলাররা যথেষ্ট বিশ্রাম পেতে পারে। ’

রোহিত মেনে নিয়েছেন দুটি আলাদা ফরম্যাটে বল করার জন্য মাঝের এই স্বল্প সময় যথেষ্ট নয়। তার কথায়, ‘কখনও কখনও কাজটা কঠিন হয়ে পড়ে। টি-টোয়েন্টি ক্রিকেটে পুরোপুরি আলাদা লেংথ এবং লাইনে বল করতে হয়। টেস্ট ক্রিকেটে অনেক শৃঙ্খলা, এক জায়গায় ক্রমাগত বল করে যাওয়ার মতো ক্ষমতা থাকতে হয়। তবে শামি, সিরাজরা যথেষ্ট প্রস্তুতি নিয়েছে ম্যাচের আগে। কিন্তু এ ধরনের ম্যাচে ২৫-৩০ দিন সময় পাওয়া গেলে খুবই ভাল হত। ’

তার আগে দ্রাবিড়কে এ নিয়ে প্রশ্ন করা হলে বলেন, ‘কোচ হিসাবে কখনওই এ ধরনের প্রস্তুতি নিয়ে আমি খুশি হতে পারি না। কিন্তু এটাই বাস্তব। আমাদের মানতেই হবে। সূচি এতটাই কঠিন। দলের ক্রিকেটাররা জানে যে আন্তর্জাতিক ক্রিকেট এ ভাবেই খেলতে হয়। যদি তিন সপ্তাহ এখানে থাকতাম এবং দুটো প্রস্তুতি ম্যাচ খেলতাম তা হলে আরও ভাল প্রস্তুত হতে পারতাম। ’ 

‘কিন্তু পরিস্থিতি সে রকম ছিল না। তাই যেটা পেয়েছি সেটা নিয়েই খুশি। কোনও অজুহাত দিতে চাই না। অস্ট্রেলিয়াকে ধন্যবাদ। পাঁচ দিনই ওরা আমাদের থেকে ভাল খেলেছে। ’ 

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, জুন ১১, ২০২৩
এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।