ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

অধিনায়ক লিটনের জন্য কী পরামর্শ হাথুরুসিংহের

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৬ ঘণ্টা, জুন ১৩, ২০২৩
অধিনায়ক লিটনের জন্য কী পরামর্শ হাথুরুসিংহের

অধিনায়ক লিটন দাসকে নিয়ে প্রশ্নটা শুনে একটু খুশিই হলেন চন্ডিকা হাথুরুসিংহে। ফিরে গেলেন পুরোনো দিনে।

টেস্ট ক্রিকেটে লিটনের যখন অভিষেক, তখন তার বয়স কেবল ২০ বছর। জাতীয় দলের হেড কোচ হিসেবে তখন দায়িত্বে ছিলেন হাথুরুসিংহেই। এখন তার অধীনে হতে যাচ্ছে লিটনের টেস্ট নেতৃত্বের অভিষেক।  

আট বছরে অনেককিছুই বদলে গেছে। মাঝখানে লিটন দাস পাড়ি দিয়েছেন লম্বা পথ। তাকে নিয়ে হাসি-তামাশা হয়েছে, বিদ্রুপও। সেসবকে পাশ কাটিয়ে লিটন এখন ১২তম টেস্ট অধিনায়ক হওয়ার দ্বারপ্রান্তে। তিন ফরম্যাটেই অধিনায়কত্ব করতে যাওয়া স্রেফ পঞ্চম বাংলাদেশি। অধিনায়ক লিটনের জন্য পরামর্শ কী?

মঙ্গলবার মিরপুরে হাথুরু বলছিলেন, ‘অধিনায়কত্ব কেবল তাকে মাঠে গিয়ে সেটাই করতে হবে, যেটা করা দরকার। এখানে ব্যাটিংয়ের সঙ্গে কিছু নেই। আমি সবসময় আমার অধিনায়কদের বলি, যখন তুমি ব্যাট করছো, তুমি দলের সেরা ব্যাটার। আর যখন তুমি ১০জন খেলোয়াড়কে নিয়ে চলছো, তুমি অধিনায়ক। তোমাকে দুইটা ব্যাপার আলাদা করতেই হবে। ’

লিটনকে শুরু থেকেই দেখেছেন হাথুরুসিংহে। মাঝে কয়েক বছর বিরতি দিয়ে তিনি ফিরেছেন আবারও হেড কোচের দায়িত্ব নিয়ে। লিটনকে নিয়ে করা প্রশ্নে হাথুরু ফেরেন তার পুরোনো দিনে। তাতে আসে এবাদত হোসেন ও নাজমুল হোসেন শান্তর প্রসঙ্গও। হাথুরু বলছেন, যেকোনো প্রতিভা বিকাশের জন্য সময় দিতে হবে।  

তিনি বলেন, ‘খুব অল্প বয়সেই আমরা তাকে বাংলাদেশের জন্য দারুণ একজন হিসেবে লক্ষ্য করেছিলাম। এজন্যই আমরা তার ওপর আস্থা রেখেছি। এখন আমরা সেটার লাভটা দেখছি। শুধু লিটন না, আপনি যদি দেখেন আরও কয়েকজন খেলোয়াড়ও আছে। আমার মনে আছে ২০১৭ সালে, যখন আমরা নিউজিল্যান্ড গেলাম, আমি অতিরিক্ত খেলোয়াড় নিয়ে গিয়েছিলাম দুজন। এবাদত ও শান্ত। ’

‘এখন আমরা দেখছি সেটার লাভটা কী হলো। দলে এখন তারা নেতৃত্বের জায়গাটা নিচ্ছে। তো আপনি এভাবেই খেলোয়াড়দের তৈরি করবেন। শুধু নিলেন, দুই-তিন ম্যাচ পারফর্ম না করলে বাদ দিয়ে দেবেন এমন হলে হবে না। ভালো প্রশ্ন ছিল, এটাই আসলে পথ। যদি আপনি প্রতিভা খুঁজে পান, তার ওপর ভরসা রাখতে হবে। এরপর আমরা ওই প্রতিভা বিকশিত হতে দেখবো। ’

বাংলাদেশ সময় : ১৩০৪ ঘণ্টা, জুন ১৩, ২০২৩
এমএইচবি/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।