ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

মেয়েদের প্রিমিয়ার লিগ শিরোপা রূপালী ব্যাংকের

স্টাফ করেসপন্ডেন্ট (স্পোর্টস) | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, জুন ১৩, ২০২৩
মেয়েদের প্রিমিয়ার লিগ শিরোপা রূপালী ব্যাংকের

অলিখিত ফাইনালে পরিণত হয়েছিল ম্যাচটি। জয়ী দলের সামনে লিগ শিরোপা জেতার হাতছানি।

শেষ অবধি সেটি জিতেছে রূপালী ব্যাংক। বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডানকে হারিয়েছে তারা।  

বিকেএসপির তিন নম্বর মাঠে সাদা-কালোদের বিপক্ষে ৫৩ রানে জয় তুলে নিয়েছে রূপালী ব্যাংক। শুরুতে ব্যাট করতে নেমে সব উইকেট হারিয়ে ১৯৬ রান করে মোহামেডান। পরে জবাব দিতে নেমে ১৪৩ রানে অলআউট হয় রূপালী ব্যাংক।  

লিগের ৮ ম্যাচ শেষে ৬ জয় ও ২ পরিত্যক্ত ম্যাচ থেকে পাওয়া ১৪ পয়েন্ট পাওয়া রূপালী ব্যাংক শিরোপা নিশ্চিত করেছে। সমান ম্যাচে ৬ জয় ও ১ পরিত্যক্ত ম্যাচ থেকে ১৩ পয়েন্ট মোহামেডানের।

২০১৫-১৬ মৌসুমে প্রথমবার চ্যাম্পিয়ন হওয়া রূপালী ব্যাংক প্রিমিয়ার লিগ শুরুর পরএ নিয়ে দ্বিতীয়বার শিরোপা জিতলো।  

ব্যাট হাতে ৬৯ রানের পর বোলিংয়ে ১ উইকেট নিয়ে রূপালী ব্যাংকের ভারতীয় ক্রিকেটার রবীন্দ্র মাগ্রে মোহামেডানের বিপক্ষে ম্যাচসেরা হয়েছেন। ১০০ রান তোলার আগেই ৫ উইকেট হারানো রূপালী ব্যাংককে তাজিয়া আক্তারের সঙ্গে ৮৪ রানের জুটিতে বড় রান এনে দেন তিনি। ৯০ বলে ৬ চারে ৬৯ রান করেন মাগ্রে। এছাড়া তাজিয়া খেলেন ৪৩ বলে ২ চারে ৩৬ রানের ইনিংস।  

মোহামেডানের পক্ষে ৩টি উইকেট নেন অভিজ্ঞ সালমা খাতুন। পুরো লিগে সর্বোচ্চ ১৭ উইকেটের মালিক তিনি মোহামেডানের রান তাড়ায় সর্বোচ্চ ৪৬ রান করেন  আয়েশা রহমান। সালমা খেলেন ১৯ রানের ইনিংস। রূপালী ব্যাংকের পক্ষে রিতু তিন ও দিপা নেন দুই উইকেট।  

বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, জুন ১৩, ২০২৩
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।