ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

শেরে বাংলার রেকর্ডের দিনে ২১ বছর আগের স্মৃতি ফেরালেন মাসুদ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৩ ঘণ্টা, জুন ১৪, ২০২৩
শেরে বাংলার রেকর্ডের দিনে ২১ বছর আগের স্মৃতি ফেরালেন মাসুদ ছবি: শোয়েব মিথুন

বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে স্বপ্নের অভিষেক হলো নিজাত মাসুদের। ইনিংসের দ্বিতীয় ওভারে নিজের প্রথম বলেই উইকেট নিয়ে গড়লেন রেকর্ড।

একইদিনে রেকর্ড গড়ে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামও। এটি এখন একমাত্র স্টেডিয়াম যেখানে ১২টি টেস্ট খেলুড়ে দেশ টেস্ট খেলেছে।  

অভিষেক ওভারে নিজের প্রথম বলটি অফ স্টাম্পের বাইরে মারেন মাসুদ। স্ট্রাইকে থাকা জাকির হাসান খোঁচা দিয়ে নিজের বিদায় ডেকে আনলেন। শুরুতে মাসুদের আবেদনে অবশ্য সাড়া দেননি আম্পায়ার। তবে রিভিউ নেয় আফগানিস্তান। সেখানেই আল্ট্রা এজে স্পাইক দেখা যায়। আর অভিষেক বলেই উইকেট পেয়ে যান আফগান বোলার।  

২১ বছর আগে কলম্বো টেস্টে মোহাম্মদ আশরাফুলকে শিকার করে এই রেকর্ড গড়েন শ্রীলঙ্কার চামিলা গামাগ। তবে সব দেশের বিপক্ষে শেষ রেকর্ডটা ২০১৬ সালের। ইংলিশ ব্যাটার অ্যালিস্টার কুককে টেস্টে নিজের অভিষেক বলে শিকার করেন দক্ষিণ আফ্রিকার হারডিউস ভিলিয়ন। টেস্ট ক্রিকেটে সবার আগে এই রেকর্ডে নাম লিখিয়েছেন অস্ট্রেলিয়ার টম হোরান। ১৮৮৩ সালে সিডনি টেস্টে ইংল্যান্ডের উইলিয়াম রিডকে ফিরিয়েছেন তিনি।  

টেস্টে বাংলাদেশর হয়ে এই রেকর্ডে অবশ্য এখনও কেউ নাম লেখাতে পারেননি। তবে ওয়ানডেতে আছেন মোসাদ্দেক হোসেন। ২০১৬ সালে আফগানিস্তানের বিপক্ষে তিনি অভিষেক ওভারের প্রথম বলে উইকেট পান। আর টি-টোয়েন্টিতে এই তালিকায় আছেন তাইজুল ইসলাম। ২০১৯ সালে জিম্বাবুয়ের ব্রেন্ডন টেইলরকে ফিরিয়ে তিনি এই কীর্তিতে নাম লেখান।  

একইসঙ্গে রেকর্ড হয়েছে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামেরও। একমাত্র স্টেডিয়াম হিসেবে যেটিতে ১২টি টেস্ট খেলুড়ে দেশ টেষ্ট খেলেছে। ২০০৭ সালে প্রথম দল হিসেবে এই স্টেডিয়ামে টেস্ট খেলে ভারত। এরপর একে একে আসে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে ও আফগানিস্তান।  

বাংলাদেশ সময়: ১২০৩ ঘণ্টা, জুন ১৪, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।