ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

শান্ত পারলেও তিন অঙ্ক ছোঁয়া হলো না জয়ের

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৫ ঘণ্টা, জুন ১৪, ২০২৩
শান্ত পারলেও তিন অঙ্ক ছোঁয়া হলো না জয়ের ছবি: শোয়েব মিথুন

নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরিতে ভর করে দারুণভাবে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। তাকে দারুণ সঙ্গ দিচ্ছিলেন মাহমুদুল হাসান জয়।

ফিফটি তুলে নিয়ে ছুটছিলেন সেঞ্চুরির পথেও। কিন্তু তিন অঙ্ক ছোঁয়া হলো না এই ডানহাতি ওপেনারের। আফগান স্পিনার রহমত শাহর নিরীহ দর্শন বলে কাট করতে গিয়ে স্লিপে ক্যাচ দিয়ে ফিরেছেন জয়, ব্যক্তিগত ৭৬ রানে। তার বিদায় ভাঙে ২১২ রানের জুটি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২ উইকেটে হারিয়ে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ২১৮ রান।  

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টেস্টে আফগানিস্তানের বিপক্ষে টস হেরে আগে ব্যাট করছে বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় ওভারেই ধাক্কা খায় স্বাগতিকরা। উইকেট হারান জাকির হাসান। অভিষেক ওভারে নিজের প্রথম বলটি অফ স্টাম্পের বাইরে করেন আফগান পেসার মাসুদ। স্ট্রাইকে থাকা জাকির খোঁচা মেরে নিজের বিদায় ডেকে আনেন। শুরুতে মাসুদের আবেদনে অবশ্য সাড়া দেননি আম্পায়ার।  

তবে রিভিউ নেয় আফগানিস্তান। সেখানেই আল্ট্রা এজে স্পাইক দেখা যায়। আর অভিষেক বলেই উইকেট পেয়ে যান আফগান বোলার। এতে গড়েন রেকর্ডও। ২১ বছর আগে কলম্বো টেস্টে মোহাম্মদ আশরাফুলকে শিকার করে এই রেকর্ড গড়েন শ্রীলঙ্কার চামিলা গামাগ। সেটি নতুন করে আজ ফেরালেন আফগান পেসার মাসুদ।  

তিনে নেমে নাজমুল হাসান শান্ত শুরু করেন ঝড়ো ব্যাটিং। তাকে সঙ্গ দেওয়া জয় অবশ্য ধীরগতিতে ব্যাট চালাতে থাকেন। ১২৬ বলে তারা পূর্ণ করেন শতরানের জুটি। ৫৮ বলে ১০ চারে শান্ত হাকান ফিফটি। জয়ের লাগে ১২০ বল। ওয়ানডে স্টাইলে ব্যাট করতে থাকা শান্ত পান সেঞ্চুরির দেখাও; ১১৮ বলে।  

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, জুন ১৪, ২০২৩
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।