ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলবেন সাকিব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৮ ঘণ্টা, জুন ১৪, ২০২৩
কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলবেন সাকিব

ইনজুরির কারণে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে নেই সাকিব আল হাসান। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে অবশ্য তাকে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।

এর মাঝেই রয়েছে ঈদুল আজহার বিরতি। সেসময় কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি খেলতে যাবেন দেশসেরা এই অলরাউন্ডার।  

করোনাভাইরাসের কারণে প্রায় তিন বছর পর শুরু হবে কানাডাভিত্তিক এই ফ্রাঞ্চাইজি লিগ। সেখানে মন্ট্রিল টাইগার্সের আইকন প্লেয়ার হিসেবে থাকবেন সাকিব আল হাসান। তার সঙ্গে থাকবেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার আন্দ্রে রাসেলও।  

গ্লোবাল টি-টোয়েন্টি লিগের এবারের আসর শুরু হবে আগামী ২০ জুলাই। যা চলবে ৬ আগস্ট পর্যন্ত। ছয় দলের এই টুর্নামেন্টে ১৬ জন করে থাকবেন ক্রিকেটার। তার মধ্যে দুইজন থাকবেন আইকন। বড় কিছু তারকার নাম ইতোমধ্যে ঘোষণা করে ফ্রাঞ্চাইজিটি। যেখানে আছেন পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান, ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলস, ক্যারিবিয় ব্যাটার ক্রিস গেইলসহ অনেকেই।

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, জুন ১৪, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।