ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশের রান করায় নিজেদের ‘সাহায্য’ দেখেন আফগান কোচ

স্টাফ করেসপন্ডেন্ট (স্পোর্টস) | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৮ ঘণ্টা, জুন ১৪, ২০২৩
বাংলাদেশের রান করায় নিজেদের ‘সাহায্য’ দেখেন আফগান কোচ সংগৃহীত ছবি

দ্বিতীয় ওভারেই আফগানিস্তান পেয়ে গিয়েছিল উইকেটের দেখা। নিজের টেস্ট ক্যারিয়ারের প্রথম বলেই জাকির হাসানকে আউট করেন নাজিতউল্লাহ মাসুদ।

কিন্তু এরপর দুইশ ছাড়ানো জুটি গড়েন মাহমুদুল হাসান জয় ও নাজমুল হোসেন শান্ত। এ দুজন রানও তোলেন দ্রুতগতিতে।

প্রথম দিনে পাঁচ উইকেট হারালেও বাংলাদেশের রানের গতি কমেনি। ৭৯ ওভারে ৩৬২ রান তুলেছে স্বাগতিকরা। মিরপুরে কোনো টেস্টের প্রথম দিনে এটিই বাংলাদেশের সর্বোচ্চ রান। এমন রান তোলার গতির পেছনে নিজেদের সাহায্য ছিল বলে মনে করেন আফগানিস্তান কোচ জনাথন ট্রট।  

তিনি বলেন, ‘আমার মনে হয় যেভাবে আমরা বল করেছি, তাতে তাদের (বাংলাদেশকে) সাহায্য করেছি। তাদের রান রেট কমিয়ে দিতে পারতাম। আমার মনে হয় না যেভাবে বল করা দরকার ছিল, সেভাবে করতে পেরেছি। উইকেটে কিছু ব্যাপার ছিল। যখন আমরা যথেষ্ট সময় ঠিক জায়গায় বল করেছি, তখন সেটি দেখেছি; সুযোগ তৈরি হয়েছে তখন। টেস্ট ক্রিকেটে সবকিছুই আমাদের ভালো করতে হবে। সবকিছু ঠিকভাবে করে যেতে হবে। কাল আমাদের ভালো করতে হবে। এটা ছেলেদের জন্য ভালো শিক্ষা ছিল। ’

বুধবার প্রথম দুই সেশনে স্রেফ দুটি উইকেট নেয় আফগানিস্তান। যদিও শেষ সেশনে তিন উইকেট নিয়ে কিছুটা ম্যাচে ফেরে তারা। তবে মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজের ব্যাটে এখনও বড় রানের আশা টিকে রয়েছে বাংলাদেশের। এমন অবস্থায় দ্বিতীয় দিনে আফগানদের লক্ষ্য কী?

এমন প্রশ্নের উত্তরে ট্রট বলেন, ‘১০ রানের ভেতর ৫ উইকেট নেওয়া, এরপর ৫০০ রান করা! তাদের লাঞ্চের আগে অলআউট করতে পারলে ভালো হবে। এক ওভার পরই আমরা আবার নতুন বল পাবো। এরপর আশা করি নিজাত ও বাকি পেসাররা কাল বল করবে। ছেলেরা আজকের অতিরিক্ত গরম থেকে শিখেছে। ’

আফগানিস্তানের সঙ্গে বাংলাদেশের পার্থক্য তুলে ধরে তিনি বলেন, ‘বাংলাদেশ পরের বছর ১২টা টেস্ট খেলবে। আফগানিস্তান টেস্ট খেলছে ২৭ মাস পর। এটা দেখায় বাংলাদেশের ক্রিকেটারদের অভিজ্ঞতার সঙ্গে  আমাদের পার্থক্য। আপনি এটা কিনতে পারবেন না। আমাদের অনেক ক্রিকেটার ১০-১৫টা প্রথম শ্রেণির ম্যাচ খেলে আজকে টেস্ট খেলতে নেমেছে। এগুলো কঠিন ব্যাপার। আফগানিস্তান বা বাংলাদেশের মতো দেশগুলোকে কোথাও শুরু করতে হয়েছে। টেস্ট অঙ্গনে আফগানিস্তানের জন্য এটাই সেই সময়। ’

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, জুন ১৪, ২০২৩
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।