ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

শান্ত বলছেন, ‘কোনো দলের বিপক্ষেই রান করা সহজ নয়’ 

স্টাফ করেসপন্ডেন্ট (স্পোর্টস) | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, জুন ১৪, ২০২৩
শান্ত বলছেন, ‘কোনো দলের বিপক্ষেই রান করা সহজ নয়’  ছবি: শোয়েব মিথুন

দ্বিতীয় ওভারের প্রথম বল। উইকেটে পরে একটু মুভ করলো, অল্প একটু ছুঁয়ে গেল জাকির হাসানের ব্যাট।

সাজঘরের পথ ধরতে হলো এই উদ্বোধনী ব্যাটারকে। এরপর আরও চার ব্যাটার আউট হয়েছেন বাংলাদেশের। কিন্তু কোনোটিকেই সেই অর্থে ‘ভালো বল’ বলার সুযোগ নেই।  

আফগানিস্তানের বোলাররা কখনও ধারাবাহিকভাবে ভালো বোলিং করতে পারেননি। প্রথম দিনশেষে সংবাদ সম্মেলনে এসে আফগান কোচ জনাথন ট্রটও বলেছেন, বাংলাদেশের রান তোলায় সাহায্য ছিল তাদের। স্বাগতিকরা মিরপুরে কোনো টেস্টের প্রথম দিনে সর্বোচ্চ ৩৬২ রান তোলে এদিন।

২৩ চার ও ২ ছক্কায় ১৭৫ বলে ১৪৬ রান করেন শান্ত। এই ব্যাটার পরে এসেছিলেন সংবাদ সম্মেলনেও। তার টেস্ট ক্যারিয়ারের সবচেয়ে সহজ বোলিংয়ের বিপক্ষেই কি খেলেছেন? এমন প্রশ্নের উত্তরে এই ব্যাটার বলছেন, আন্তর্জাতিক ক্রিকেটে কোনো বোলিংয়ের বিপক্ষে খেলাই সহজ না।  

তিনি বলেন, ‘আমার কাছে যেটা মনে হয়, আন্তর্জাতিক ক্রিকেটে আমি যতটুকু খেলেছি কাউকেই দুর্বল মনে হয়নি, খুবই সত্যি কথা এটা। প্রতিটি দলের সঙ্গেই কষ্ট করে রান করতে হয়েছে। ওরাও তো পরিকল্পনা করেই বোলিং করেছে। আমি যে আউটটা হয়েছি, হ্যাঁ অবশ্যই আমার ভুল ছিল। কিন্তু ও তো পরিকল্পনা করেই বোলিং করেছে। কোনো দলের বিপক্ষে সহজভাবে রান করা যায় বলে মনে হয় না। ’

‘আমার কাছে কাজে সহজ মনে হয়নি (প্রতিপক্ষের বোলিং)। আমি যে পরিকল্পনায় ব্যাটিং করার চেষ্টা করছিলাম ওটা শুধু প্রতিফলনের চেষ্টা করেছি, ক্লিয়ার মাইন্ড ছিল একদম আমি কী করতে চাই। এজন্য আপনাদের কাছে মনে হয় সহজ মনে হয়েছে। কিন্তু প্রথম থেকেই আমাকে কষ্ট করেই ব্যাটিং করতে হয়েছে। ’

সেঞ্চুরি পেরিয়েও ছুটছিলেন শান্ত। তার ব্যাটিংয়ে আশা ছিল দ্বিশতকেরও। মাঝে একবার নাজিতউল্লাহ মাসুদের বলে বোল্ড হন শান্ত, কিন্তু সেটি হয় নো বল। সেবার বেঁচে গিয়েও উইকেটে বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি শান্ত। আমির হামজা হোতাকের বলে তুলে মারতে গিয়ে ক্যাচ দেন। তার মনোযোগে কি একটু ঘাটতি হয়েছিল?

এমন প্রশ্নের উত্তরে শান্ত বলেন, ‘আমার মনে হয় শুরু থেকে মনোযোগ ঠিক ছিল। পরে যে আলাদা চিন্তা করেছি সেটাও না। হ্যাঁ, এই ইনিংসটা আরও বড় হতে পারতো, পরের দিন এমন সুযোগ এলে চেষ্টা করবো বড় করার। ’

এর আগেও টেস্টে দুটি শতক আছে শান্তর। একটি শ্রীলঙ্কার ও অন্যটি জিম্বাবুয়ের বিপক্ষে। কিন্তু কোনোটিই ঘরের মাঠে নয়। এবারই প্রথম দেশে সেঞ্চুরির দেখা পেলেন। অনুভূতি কেমন? শান্ত বলেন, ‘টেস্ট ম্যাচে সেঞ্চুরি অবশ্যই স্পেশাল। তারপর আবার নিজেদের দেশের মাঠে খেলা হইলে অবশ্যই এটা স্পেশাল। ’

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, জুন ১৪, ২০২৩
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।