ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

‘পুরো পৃথিবী একদিকে, আমি আরেকদিকে’ খারাপ সময় নিয়ে মুমিনুল

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, জুন ১৬, ২০২৩
‘পুরো পৃথিবী একদিকে, আমি আরেকদিকে’ খারাপ সময় নিয়ে মুমিনুল

‘ভয়ঙ্কর’ নাজমুল হোসেন শান্তর খারাপ সময় নিয়ে প্রশ্নের জবাবে মুমিনুল হক বললেন এমন। ২৬ ইনিংস ধরে তার সেঞ্চুরি ছিল না।

এখন যখন পেলেন, তখন তার পেছনের সময় মনে করে আতকেই উঠলেন যেন। শান্তর তিন নম্বর জায়গা অধিনায়ক হয়ে ছেড়েছিলেন মুমিনুল।  

সেই শান্ত শুক্রবার মিরপুরে ছুয়েছেন তার দুই ইনিংসেই সেঞ্চুরি করার রেকর্ড। তখন আবার অন্য প্রান্তে ব্যাটিংয়ে ছিলেন মুমিনুল। শান্ত লম্বা একটা খারাপ সময় কাটিয়ে এসেছেন। ওই সময় কেমন ছিল? এ নিয়ে কথা বলতে গিয়ে মুমিনুল জানিয়েছেন তার ভাষায় ‘ভয়ঙ্কর’ সেই সময়ের কথা।   

তিনি বলেন, ‘আমি নিজে এটার ভেতর দিয়ে গিয়েছি, এটা ভয়ঙ্কর। যে এর মধ্যে দিয়ে যায় সেই বোঝে, আমার সময় মনে হয়েছে পুরো পৃথিবী একদিকে আমি আরেকদিকে। যার হয় সে ছাড়া কেউ বোঝে না, এর মধ্যে ঢুকতেও পারবেন না। ওই সময় শুধু প্রসেস ঠিক রাখতে পারেন, বাকিটা আল্লাহ যখন দেওয়ার তখন রান দেবে। শান্ত প্রসেস ঠিক রাখছে জানি না সাইকোলোজিক্যালি কী করছে। তবে আত্মবিশ্বাসী ছিল। ’

মুমিনুল শুধুই টেস্ট খেলেন। এমন ক্রিকেটারদের জন্য বাংলাদেশে বাস্তবতা বেশ কঠিন। বছরে পাঁচ-ছয়টা ম্যাচ খেলতে হয়। সেটাও বেশ বড় বড় বিরতি দিয়ে। এই সময়ে কীভাবে নিজেকে প্রস্তুত করেন? মুমিনুল বলছেন, বিষয়টা বেশ কঠিন। তবে তিনি জানিয়েছেন নিজের প্রক্রিয়ার কথা।  

মুমিনুল বলেন, ‘আপনি যদি চিন্তা করেন এক বছর পর টেস্ট হোক ওটা আমার জন্য ভালো! যেটা হবে সেটাই ভালো সবার ক্ষেত্রেই। আপনি যদি এই সেটআপ করতে পারেন যে, এক বছর পরে হোক, বা পাঁচ মাস বা প্রতিদিন হোক আমার জন্য যেটা হবে ভালো। এক একেজনের হয়তো একেক রকম থাকে, আমার জন্য এটাই। তবে এটা হয়তো জাকির বা জয়ের জন্য প্রযোজ্য নয়। আমার এটা আগে থেকেই সেটআপ করা। ’

‘যখন লম্বা সময় পাই তখন প্রতিপক্ষ যারা থাকে এমনকি যদি ভারত বা আফগানিস্তানের বিপক্ষে খেলি তখন কিন্তু লম্বা সময় পেলাম। তখন কিন্তু ভিজুয়েলাইশন বা মেডেটেশন ওটা দেখেই আপনি নিজেকে তৈরি করতে পারেন। যেটা আমার ক্ষেত্রে হয়, আরেকজনের কাছে হবে কি না জানি না। ওভাবে যে করতে পারে তার জন্য সময় থাকে। ’

‘যদি প্রতিদিন একবার করে ভিজ্যুলাইজ করেন, ওটা যদি করতে পারে। ও সময়টা যদি আপনি পান। তবে তার মানে এই নয় যে করলেও সফলতা পাবেন। করলেই সফল হয়ে যাবে এরকম না। নাও হতে পারে। কিন্তু সফল হওয়ার চান্স বেশি থাকে! তখন মনে থাকবে না এতদিন পর ক্রিকেট খেলতেছি। এটা মাথায় আসবে না। ’ 

লম্বা সময় পর খেলার মানসিক ‘সেট-আপ’ কী অভ্যাস হয়ে গেছে? এমন প্রশ্নের উত্তরে মুমিনুল বলেন, ‘এছাড়া আমার কোনো অপশন নাই। আমার এটা অভ্যাসে পরিণত করতে হবে। আমি যখনই আসবো, আপনি কিন্তু পারফর্ম খুঁজবেন। আপনি কিন্তু দেখবেন না আমি পাঁচ মাস পরে নামছি নাকি এক বছর। আমি পারফর্ম না করলে কিন্তু আপনি ওভাবেই লিখবেন। ’

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, জুন ১৬, ২০২৩
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।