ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

ক্রিকেট

তাসকিনের পর শরিফুলের আঘাত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২৩
তাসকিনের পর শরিফুলের আঘাত

পুঁজি খুব বেশি হয়নি। তাই জিততে হলে দ্রুতই ভেঙে দিতে হবে শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপ।

সেই মন্ত্র জপেই ফিল্ডিংয়ে নেমেছে বাংলাদেশ। ইনিংসের তৃতীয় ওভারে ব্রেক থ্রু এনে দেন তাসকিন আহমেদ। দুর্দান্ত এক ডেলিভারিতে ছত্রখান করে দেন দিমুথ করুনারত্নের স্টাম্প। এক রান করেন তিনি 

এর পরের ওভারে পাথুম নিসাঙ্কাকে ফেরান শরিফুল ইসলাম।  ব্যাক অফ লেংথের ডেলিভারিতে কাট করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন ১৩ রান করেন তিনি। দ্রুত দুই উইকেট তুলে নিয়ে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪ ওভারে ২ উইকেট হারিয়ে ১৬ রান করেছে শ্রীলঙ্কা।

পাল্লেকেলেতে এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে ১৬৪ রান করে বাংলাদেশ।  দলের প্রায় সব ব্যাটারদের ব্যর্থতার দিনে অনেকটা একাই লড়াই করেছেন নাজমুল হোসেন শান্ত। যদিও তিনি করতে পারেননি সেঞ্চুরি। ৮৯ রান করে ফেরেন বাঁহাতি এই ব্যাটার।

লঙ্কানদের হয়ে ৪ উইকেট নেন পেসার মাথিশা পাথিরানা। এছাড়া মাহিশ থিকশানা দুটি এবং দুনিথ ওয়েলালাগে, ধনঞ্জয়া ডি সিলভা ও দাসুন শানাকা নেন এক উইকেট।

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২৩

এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।