২০২৫ আইপিএল শুরু হওয়ার কথা ছিল ১৪ মার্চ থেকে। কিন্তু সেই সূচিতে পরিবর্তন এনেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২১ মার্চ থেকে বসবে আইপিএলের ১৮তম আসর। ম্যাচটি হবে কলকাতার ইডেন গার্ডেনে। আর ফাইনাল হবে ২৫ মে।
ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোর খবরে বলা হয়েছে, চ্যাম্পিয়নস ট্রফির কারণেই সূচি বদলাতে বাধ্য হয়েছে আইপিএল কর্তৃপক্ষ।
৯ মার্চ লাহোর অথবা দুবাইয়ে হবে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল। ভারত যদি ফাইনালে উঠে, তাহলে ম্যাচ হবে দুবাইয়ে। নয়তো হবে লাহোরে। এত বড় টুর্নামেন্ট শেষ হওয়ার ৫ দিনের মধ্যেই আইপিএল শুরু করাটা তাড়াহুড়ো হয়ে যায়। তাই পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আইপিএল আয়োজকরা।
তবে শুরু ও ফাইনালের সূচি জানা গেলেও বাকি ম্যাচগুলোর ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বিসিসিআই। চূড়ান্ত সূচি ঘোষণা হতে পারে এ মাসের শেষদিকে। অন্যদিকে মেয়েদের আইপিএল শুরু হবে ৭ ফেব্রুয়ারি, শেষ হবে ২ মার্চ।
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২৫
এমএইচএম