ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

হার নিয়ে মুখ খুললেন না পাপন

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২৩
হার নিয়ে মুখ খুললেন না পাপন

এশিয়া কাপের শুরুটা একদমই ভালো হয়নি বাংলাদেশের। শ্রীলঙ্কার বিপক্ষে হারতে হয়েছে বেশ বড় ব্যবধানে।

টুর্নামেন্টের ভাগ্যও ঝুলে গেছে এখন। ৩ সেপ্টেম্বর আফগানিস্তানের সঙ্গে কেবল জিতলেই হবে না, তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচের দিকেও।

বেশ বড় স্বপ্ন নিয়ে এশিয়া কাপ খেলতে গিয়ে এমন শুরুতে হতাশ সমর্থকরা। এমন পরাজয়ের পরও প্রতিক্রিয়া জানাননি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সাধারণত নিয়মিতই জয় বা হারের পর প্রতিক্রিয়া জানান তিনি।

তবে শুক্রবার গণমাধ্যমকর্মীরা পাপনের প্রতিক্রিয়া জানতে চাইলে পাপন বলেন, ‘কি কথা বলবো? ক্যাপ্টেন কোচ কারো সাথেই তো কথা হয়নি!’ এরপর আর কোনো কিছু না বলেই বাসার ভেতরে চলে যান পাপন।  

বৃহস্পতিবার এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে ১৬৪ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। ১১ ওভার হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় লঙ্কানরা। ম্যাচে নাজমুল হোসেন শান্ত ৮৯ রান করেন, এছাড়া আর কোনো ব্যাটারই দায়িত্ব নিতে পারেননি।  

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০২৩
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।